• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

আইন উপদেষ্টা 

আওয়ামী সরকারের গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্রত্যাহার


নিজস্ব প্রতিবেদক:  জানুয়ারি ২১, ২০২৫, ০৫:৫৬ পিএম
আওয়ামী সরকারের গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্রত্যাহার

ঢাকা: বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে ১৫ বছরে করা সকল গায়েবি মামলা আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।  

মঙ্গলবার (২১ জানুয়ারি) সচিবালয়ে নিজ নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মলনে তিনি কথা বলেন।

আইন উপদেষ্ট বলেন, ইতোমধ্যে ২৫ জেলায় দুই হাজার ৫০০ গায়েবি মামলা চিহ্নিত করা হয়েছে। বাকি জেলাগুলো থেকে গায়েবি মামলা চিহ্নিত করে প্রত্যাহার করা হবে।  

রাজনৈতিক বড় কর্মসূচি ও নির্বাচনকে সামনে রেখে পুলিশ বাদী হয়ে করা মামলা, অস্ত্র আইনে মামলা, পুলিশের কাজে বাধা দেওয়ার জন্য মামলা ও সন্ত্রাস দমন আইনে মামলাগুলোকেই গায়েবি মামলা হিসেবে চিহ্নিত করা হচ্ছে বলে জানান আইন উপদেষ্টা।  

৫ আগস্টের পর অনেক গায়েবি মামলা করা হয়েছে, এসব মামলা প্রত্যাহার করা হবে কিনা, এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ৫ আগস্টের আগে গায়েবি মামলা করেছে পুলিশ। আর ৫ আগস্টের পরের মামলা গুলো করেছে জনগণ। এসব মামলায় আসামি গ্রেপ্তার করার আগে পরীক্ষা-নিরীক্ষা করার পর দোষী হলে গ্রেপ্তার করা নির্দেশ দেওয়া হয়েছে।  

আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে দায়ের করা মামলা দ্রুত শেষ করা হবে। এ জন্য দ্বিতীয় ট্রাইবুনাল গঠন করার কথাও জানান তিনি। বলেন, জুলাই গণহত্যারকারীদের বিচারে কোনো শৈথিল্য দেখানো হবে না।

আইএ

Wordbridge School
Link copied!