• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

স্বল্প ও দীর্ঘমেয়াদি সুপারিশ নিয়ে ৫ সংস্কার কমিশনের সভা


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ২৪, ২০২৫, ০৬:৫০ পিএম
স্বল্প ও দীর্ঘমেয়াদি সুপারিশ নিয়ে ৫ সংস্কার কমিশনের সভা

ঢাকা : অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জমা দেওয়া সুপারিশ নিয়ে মতবিনিময় করেছে পাঁচ সংস্কার কমিশন। সভায় কমিশনগুলোর স্বল্প ও দীর্ঘমেয়াদি সুপারিশসমূহ নিয়ে আলোচনা হয়।

শুক্রবার (২৪ জানুয়ারি) জাতীয় সংসদ ভবন এলাকায় অবস্থিত সংবিধান সংস্কার কমিশনের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়ছে, ন্তর্বর্তী সরকারের কাছে ইতিমধ্যে যে কমিশনগুলো তাঁদের প্রতিবেদন জমা দিয়েছে, সেই সব কমিশনের সুপারিশমালা পর্যালোচনা ও সমন্বয়ের জন্য কমিশন প্রধানদের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভায় কমিশনগুলোর স্বল্প ও দীর্ঘমেয়াদি সুপারিশসমূহ নিয়ে আলোচনা হয়।

সভায় সংবিধান সংস্কার কমিশনের কমিশন প্রধান অধ্যাপক আলী রীয়াজ, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কমিশন প্রধান ড. বদিউল আলম মজুমদার, পুলিশ প্রশাসন সংস্কার কমিশনের কমিশন প্রধান জনাব সফর রাজ হোসেন, দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের কমিশন প্রধান ড. ইফতেখারুজ্জামান এবং বিচার বিভাগ সংস্কার কমিশনের কমিশন প্রধানের পক্ষে বিচারপতি এমদাদুল হক অংশগ্রহণ করেন।

এমটিআই

Wordbridge School
Link copied!