• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

পুনর্বহাল চেয়ে চাকরিচ্যুত পুলিশ সদস্যরা রাস্তায়


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ৩০, ২০২৫, ০২:১৭ পিএম
পুনর্বহাল চেয়ে চাকরিচ্যুত পুলিশ সদস্যরা রাস্তায়

ঢাকা : রাজধানীর শিক্ষা ভবনের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন চাকরিচ্যুত পুলিশ ও তাদের পরিবারের সদস্যরা।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুর ১২টার দিকে অবস্থান নেন তারা।

এর আগে, চাকরি ফিরে পাওয়ার দাবিতে পুলিশ হেডকোয়ার্টারের থেকে সচিবালয় অভিমুখে রওনা দেন চাকরিচ্যুত পুলিশ সদস্যরা। পরে শিক্ষা ভবনের সামনে গেলে আটকে দেয় পুলিশ। এরপর সেখানেই সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা।

তাদের দাবি, আওয়ামী লীগ সরকারের সময় চাকরিচ্যুত সদস্যদের অভিযোগ রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে চাকরি হারিয়েছেন তারা। অন্তর্বর্তী সরকারের সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা সাখাওয়াত হোসেন চাকরি ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন দাবি করেন তারা।

এ সময় সাবেক পুলিশ সদস্যরা জানান, বাধ্য হয়ে রাস্তায় নেমেছেন তারা। নির্বাহী আদেশে চাকরিতে পুনর্বহাল না করলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।

এমটিআই

Wordbridge School
Link copied!