ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) নতুন মাইলফলক স্পর্শ করেছে। প্রথমবারের মতো একদিনে চার লাখের বেশি যাত্রী পরিবহন করেছে মেট্রোরেল।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ডিএমটিসিএলের এর ফেসবুক পেজ থেকে জানানো হয়, এ দিন মেট্রোরেলে মোট চার লাখ তিন হাজার ১৬৪ জন যাত্রী ভ্রমণ করেছেন।
এতে বলা হয়, ডিএমটিসিএল পরিবার এই অর্জনকে ঐতিহাসিক মুহূর্ত হিসেবে দেখছে এবং যাত্রীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
উল্লেখ্য, ঢাকা শহরের যানজট কমাতে ও নাগরিকদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ২০২২ সালের ২৮ ডিসেম্বর উত্তরা থেকে আগারগাঁও রুটে মেট্রোরেল চালু করা হয়। পরে মতিঝিল পর্যন্ত রুট সম্প্রসারিত হয়। প্রতিদিনই বিপুলসংখ্যক মানুষ এ সেবা গ্রহণ করছে।
এম







































