• ঢাকা
  • শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ৫ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

স্মৃতিসৌধে ফুলের শ্রদ্ধায় জাতির বীর সন্তানদের স্মরণ


নিজস্ব প্রতিবেদক মার্চ ২৬, ২০২৫, ১২:১৫ পিএম
স্মৃতিসৌধে ফুলের শ্রদ্ধায় জাতির বীর সন্তানদের স্মরণ

ছবি : সংগৃহীত

ঢাকা: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষের ঢল নেমেছে। জাতির শ্রেষ্ঠ সন্তানদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীন দেশটির প্রতি সম্মান জানানোর জন্য আজ বুধবার (২৬ মার্চ) ভোর থেকে হাজারো মানুষ ফুল হাতে স্মৃতিসৌধ প্রাঙ্গণে এসে উপস্থিত হন। 

বিভিন্ন সংগঠন ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা ফুল, ব্যানার এবং ফেস্টুন নিয়ে এই বিশেষ দিনে স্মৃতিসৌধে এসে বীর শহীদদের স্মরণ করেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শহীদ বেদী ফুলে ফুলে সাজে, আর দলে দলে মানুষের আগমন ঘটতে থাকে। রাজনৈতিক দল, সামাজিক সংগঠনসহ নানা শ্রেণি-পেশার মানুষ শ্রদ্ধার্ঘ্য নিবেদনের জন্য আসেন। এই সময় অনেকেই লাল-সবুজের পোশাক পরে, হাতে ফুল, ব্যানার এবং ফেস্টুন নিয়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। শিশু-কিশোর থেকে বয়োবৃদ্ধ, সকল বয়সী মানুষ একযোগে জাতির সূর্য সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

এদিন সকালে, ভোর ৫টা ৫০ মিনিটে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। এর পরপরই, সকাল ৬টার দিকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসও ফুলেল শ্রদ্ধা জানান। এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টামণ্ডলী, বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, এবং দেশি-বিদেশি কূটনীতিকরা উপস্থিত ছিলেন। 

এদিনের এই শ্রদ্ধার্ঘ্য নিবেদন জাতির মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি চিরকাল কৃতজ্ঞতার প্রকাশ, যারা তাদের জীবন দিয়ে এই স্বাধীনতা আমাদের উপহার দিয়েছেন।

এসআই

Wordbridge School
Link copied!