• ঢাকা
  • সোমবার, ০৮ ডিসেম্বর, ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

উড্ডয়নকালে খুলে পড়েছে চাকা

ঢাকায় নিরাপদে অবতরণ করলো বিমানটি


নিজস্ব প্রতিবেদক:  মে ১৬, ২০২৫, ০৩:০৩ পিএম
ঢাকায় নিরাপদে অবতরণ করলো বিমানটি

ঢাকা: কক্সবাজার বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে উড্ডয়নকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি  উড়োজাহাজের চাকা খুলে নিচে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। বিমানটিতে শিশুসহ মোট ৭‌১ জন যাত্রী ছিলেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত ৭১ যাত্রী নিয়ে ওই ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করেছে।

শুক্রবার (১৬ মে) দুপুর ২টা ১৭ মিনিটে এটি ঢাকায় নিরাপদে অবতরণ করে বলে গণমাধ্যমকে জানিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) এবিএম রওশন কবীর।

তিনি বলেন, চাকার বিষয়টি কী হয়েছিল সেটি বিমানের ইঞ্জিনিয়াররা যাচাই-বাছাই করে দেখছেন। বিস্তারিত পরে বলা যাবে।

বিমানের বিজি ৪৩৬ (ড্যাশ ৮-৪০০) ফ্লাইটটি জরুরি ভিত্তিতে নিরাপদে অবতরণ করাতে সতর্কতার জন্য সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় রানওয়ে।

আইএ

Wordbridge School
Link copied!