• ঢাকা
  • মঙ্গলবার, ০৮ জুলাই, ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২
অ্যাটর্নি জেনারেল

দণ্ডিত হলে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ থাকবে না


নিজস্ব প্রতিবেদক:  জুলাই ৫, ২০২৫, ০২:০৩ পিএম
দণ্ডিত হলে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ থাকবে না

ঢাকা : অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান বলেছেন, নিষিদ্ধ আওয়ামী লীগকে যারা সহযোগিতা করবে তারাও অপরাধী। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের কেউ দণ্ডিত হলে তাদের আর নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ থাকবে না।  

শনিবার (৫ জুলাই) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগ এখন নিষিদ্ধ সংগঠন দাবি করে অ্যাটর্নি জেনারেল বলেন, এই নিষিদ্ধ সত্তাকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যারা সহযোগিতা করছে, তারাও অপরাধী হিসেবে বিবেচিত হবে।

এ সময় তিনি জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিতরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না।

আসাদুজ্জামান বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে যত মতভিন্নতাই থাকুক ফ্যাসিস্ট আওয়ামী লীগ ফিরে আসার আর কোনো আশঙ্কা নেই।

এ সময় তিনি সংবিধান সংস্কার প্রসঙ্গে বলেন, সংবিধান নতুন করে লিখতে কোনো আপত্তি নেই। লেখা যেতেই পারে। কিন্তু একইসঙ্গে আমাদের সংবিধান মুক্তিযুদ্ধে রক্তের বিনিময়ে লেখা বাহাত্তরের সংবিধান।

পিএস

Wordbridge School
Link copied!