• ঢাকা
  • সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ইরান থেকে ফিরলেন আরও ৩২ বাংলাদেশি


নিজস্ব প্রতিবেদক:  জুলাই ৮, ২০২৫, ১২:৫৪ পিএম
ইরান থেকে ফিরলেন আরও ৩২ বাংলাদেশি

ঢাকা : ইসরায়েলের সাথে সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যের দেশ ইরানে আটকে পড়া আরও ৩২ বাংলাদেশি দেশে ফিরেছেন। মঙ্গলবার (৮ জুলাই) সকালে তারা দেশে ফিরেন।

পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ের এক কর্মকর্তা ইরান থে‌কে বাংলাদেশিদের ফেরার তথ্য নি‌শ্চিত ক‌রে‌ বলেন, মঙ্গলবার দুটি আলাদা ফ্লাইটে ভো‌রে ২২ জন এবং সকা‌লে ১০ বাংলা‌দে‌শি ঢাকায় পৌঁ‌ছে‌ছেন।

এর আগে ইসরায়েলের সাথে ইরানের সংঘাতের কারণে জুলাইয়ের শুরুতে ইরান থেকে ২৮ বাংলাদেশিকে দেশে ফেরত এনেছে  সরকার। তা‌দের স্থলপথে পাকিস্তান হয়ে ঢাকায় আনা হয়।

জানা যায়, ইসরায়েলের সাথে সংঘাতের মধ্যে ইরান থেকে ২৫০ বাংলা‌দে‌শি দেশে ফিরতে তেহরান দূতাবাসে নিবন্ধন করেন। সংঘাত থেমে যাওয়ার পর পরিস্থিতি এখন স্বাভাবিক। যে কারণে নিবন্ধিতদের বেশিরভাব এখন দেশে ফিরতে চাইছে না। তবে ইরানে থাকা অনেক অবৈধ বাংলাদেশি দেশে ফিরতে চাইছেন।

পিএস

Wordbridge School
Link copied!