• ঢাকা
  • সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

রাজধানীর উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত


নিজস্ব প্রতিবেদক জুলাই ২১, ২০২৫, ০১:৫৫ পিএম
রাজধানীর উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

ঢাকা : রাজধানীর উত্তরার দিয়াবাড়ী এলাকায় একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার (২১ জুলাই) দুপুরের দিকে বিমান এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, বিমান বাহিনীর প্রশিক্ষণরত বিমানটি উত্তরার মাইলস্টোন কলেজ ভবনের উপরে বিধ্বস্ত হয়েছে। বিমানে ছিলেন স্কোয়াড্রন লিডার তৌকির।

তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

তুরাগ থানার ডিউটি অফিসার মনিরুল ইসলাম বিমান বিধ্বস্তের তথ্য নিশ্চিত করেছেন। ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম যাচ্ছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

উত্তর ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রিফাত খান বলেন, মেট্রোরেল স্টেশনের প্রধান অফিসের পাশে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানটি বিধ্বস্ত হয়। সেখানে আমাদের একাধিক টিম কাজ করছে।

বিমান সূত্রে জানা গেছে, প্রশিক্ষণ বিমানটিতে ছিলেন স্কোয়াড্রন লিডার তোকির।

পিএস

Wordbridge School
Link copied!