• ঢাকা
  • সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

২০ শিক্ষার্থী বাঁচানো মাহেরিন ছিলেন জিয়াউর রহমানের ভাতিজি


নিজস্ব প্রতিবেদক:  জুলাই ২২, ২০২৫, ০৪:০৪ পিএম
২০ শিক্ষার্থী বাঁচানো মাহেরিন ছিলেন জিয়াউর রহমানের ভাতিজি

ঢাকা : রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের পর আহত ২০ শিক্ষার্থীকে বাঁচিয়ে না ফেরার দেশে চলে গেছেন ওই স্কুলের শিক্ষিকা মাহেরিন চৌধুরী। সোমবার (২১ জুলাই) রাত ৯টা ৪৫ মিনিটে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

বিমান বিধ্বস্তে আগুনে তার শরীরের ৮০ শতাংশ ঝলসে যায়। এরপরও নিজের জীবনের পরোয়া না করে মেহেরিন চৌধুরী স্কুলের কোমলমতি ২০ শিশুকে নিরাপদে সরিয়ে নেন। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। সেখানেই তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

শিক্ষিকা মাহেরীন চৌধুরী নীলফামারীর জলঢাকা উপজেলার বগুলাগাড়ি এলাকার মেয়ে। তিনি স্থানীয় বগুলাগাড়ি স্কুল অ্যান্ড কলেজের নির্বাহী কমিটির সভাপতি ছিলেন।

পাশাপাশি মাহেরীন চৌধুরীর পারিবারিক পরিচয়ও বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাতিজি। মাহেরীন চৌধুরীর বাবার নাম মহিতুর রহমান চৌধুরী ও মা সাবেরা চৌধুরী। মাহেরীনের দাদি রওশানারা চৌধুরী ছিলেন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খালা।

মাহেরীন চৌধুরীর মরদেহ মঙ্গলবার বিকেল ৩টায় তার বাবার বাড়ি নীলফামারীর জলঢাকার বগুলাগাড়ি স্কুল অ্যান্ড কলেজে মাছে জানাজা শেষে পারিবারিব কবরস্থানে বাবা-মায়ের পাশে সমাহিত করা হবে। এখন তার মরদেহের অপেক্ষায় স্বজনরা।

পিএস

Wordbridge School
Link copied!