• ঢাকা
  • সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

আশা করছি যুক্তরাষ্ট্রের শুল্ক কিছুটা কমে আসবে : অর্থ উপদেষ্টা


নিজস্ব প্রতিবেদক:  জুলাই ২৩, ২০২৫, ০৫:৫১ পিএম
আশা করছি যুক্তরাষ্ট্রের শুল্ক কিছুটা কমে আসবে : অর্থ উপদেষ্টা

ঢাকা : অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, আশা করছি বাংলাদেশি পণ্য প্রবেশে যুক্তরাষ্ট্রের আরোপিত বাড়তি ৩৫ শতাংশ শুল্ক কিছুটা কমে আসবে। 

বুধবার (২৩ জুলাই) সচিবালয়ে সরকারি ক্রয় কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের এটা নেগোশিয়েশনের সময়। আমরা আশা করছি, শুল্ক কিছুটা কমে আসবে। আমরা তো চেষ্টা করছি।

সালেহ উদ্দিন আহমেদ বলেন, আমেরিকা থেকে গম আমদানি করলে দাম কিছুটা বাড়বে, তবে কিছু সুবিধাও আছে। আমরা একটু ডাইভারসিফাই করছি। তাদের ইমপিউরিটি তুলনামূলকভাবে কম, প্রোটিন কনটেন্টও একটু ভালো। আমাদের জন্য এটা দরকার হবে নেগোশিয়েশনের সময়। এটা আমাদের জন্য সহায়ক হবে।

পিএস

Wordbridge School
Link copied!