• ঢাকা
  • সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

যান্ত্রিক ত্রুটি, মাঝ পথ থেকে চট্টগ্রাম ফিরে গেল বিমান


নিজস্ব প্রতিবেদক:  জুলাই ২৪, ২০২৫, ১০:৩৭ এএম
যান্ত্রিক ত্রুটি, মাঝ পথ থেকে চট্টগ্রাম ফিরে গেল বিমান

ঢাকা : যান্ত্রিক ত্রুটির কারণে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা ২৮৭ যাত্রী নিয়ে বিমান বাংলাদেশের একটি ফ্লাইট ফের চট্টগ্রামে ফিরেছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ৮টা ৫৮ মিনিটে ফ্লাইটটি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।

জানা যায়, বৃহস্পতিবার সকাল সোয়া ৭টায় সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে চট্টগ্রামে পৌঁছায় বিমান বাংলাদেশের ফ্লাইট বিজি-১৪৮। ২৮৭ জন যাত্রী নিয়ে বিমানটি ৮টা ৩৭ মিনিটে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। তবে উড্ডয়নের পর বিমানটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। একারণে বিমানটি গতিপথ পরিবর্তন করে ফের চট্টগ্রামে ফিরে আসে।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে ফিরে আসা বিমানটি চট্টগ্রামে নিরাপদে অবতরণ করেছে। ফ্লাইটের যাত্রীরা নিরাপদে রয়েছেন।

পিএস

Wordbridge School
Link copied!