• ঢাকা
  • সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

এলিভেটেড এক্সপ্রেসওয়ের পিলারে ধাক্কায় ‘চ্যাপ্টা’ বিআরটিসির বাস


নিউজ ডেস্ক জুলাই ২৯, ২০২৫, ০৬:০২ পিএম
এলিভেটেড এক্সপ্রেসওয়ের পিলারে ধাক্কায় ‘চ্যাপ্টা’ বিআরটিসির বাস

ঢাকা: রাজধানীর ফার্মগেটে এলিভেটেড এক্সপ্রেসওয়ের পিলারে বিআরটিসি বাসের ধাক্কায় এক যাত্রী আহত হয়েছেন। পিলারে ধাক্কা লেগে বাসটি ওপরের দিকে চ্যাপ্টা হয়ে যায়। মঙ্গলবার (২৯ জুলাই) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন।

তিনি বলেন, ফার্মগেটে এলিভেটেড এক্সপ্রেসওয়ের পিলারের সঙ্গে বিআরটিসি বাসের ধাক্কা লাগে। বাসের একজন যাত্রী আহত হয়েছেন। তবে বিআরটিসি কর্তৃপক্ষ ওই যাত্রীর সঙ্গে সমঝোতা করে নেওয়ায় থানায় কোনো অভিযোগ করেননি তিনি।

বাসটি বিআরটিসি কর্তৃপক্ষ ডিপোতে নিয়ে গেছে বলেও জানান তিনি।

ইউআর

Wordbridge School
Link copied!