• ঢাকা
  • মঙ্গলবার, ০৯ ডিসেম্বর, ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

অবৈধ ৩৯ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র


নিজস্ব প্রতিবেদক আগস্ট ২, ২০২৫, ০২:২১ পিএম
অবৈধ ৩৯ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

ঢাকা : অবৈধভাবে অবস্থানের অভিযোগে ৩৯ জন বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র। শনিবার (২ আগস্ট) সকাল ৭টার দিকে বাংলাদেশিদের বহনকারী বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

শনিবার (২ আগস্ট) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশের একটি সূত্র।

জানা গেছে, এর আগে দেশটিতে অবৈধভাবে অবস্থানের অভিযোগে আটক হওয়া বাংলাদেশের একটি দলকে যুক্তরাষ্ট্র সরকার ফেরত পাঠাচ্ছে বলে জানা যায়। শনিবার তাদের ঢাকা পৌঁছানোর কথা রয়েছে বলে শুক্রবার (১ আগস্ট) এক বাংলাদেশি কূটনীতিক বিষয়টি নিশ্চিত করেছিলেন।

অবৈধভাবে অবস্থানের কারণে বিভিন্ন সময় শতাধিক বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।

মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন দায়িত্ব নেওয়ার পর থেকে দেশটিতে অবৈধ হয়ে ধরা পড়া বিভিন্ন দেশের নাগরিকদের নিজ নিজ দেশে পাঠিয়ে দেয়া হচ্ছে। এরই অংশ হিসেবে দেশটিতে থাকা অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাচ্ছে মার্কিন প্রশাসন।

পিএস

Wordbridge School
Link copied!