• ঢাকা
  • মঙ্গলবার, ০৯ ডিসেম্বর, ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

প্রবাসীদের জন্য কিছু করে যেতে চায় অন্তর্বর্তী সরকার


নিজস্ব প্রতিবেদক:  আগস্ট ২, ২০২৫, ০৬:১১ পিএম
প্রবাসীদের জন্য কিছু করে যেতে চায় অন্তর্বর্তী সরকার

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার প্রবাসীদের জন্য কিছু করে যেতে চায়। এরই ধারাবাহিকতায় প্রবাসীদের জন্য একটি হাসপাতাল নির্মাণের প্রক্রিয়া চলমান।

শনিবার (২ আগস্ট) রাজধানীর মাতৃভাষা ইন্সটিটিউটে রেমিট্যান্স যোদ্ধা দিবস উদযাপন অনুষ্ঠানে তিনি কথাগুলো বলেন।

উপদেষ্টা বলেন, রেমিট্যান্স যোদ্ধাদের আত্মত্যাগ চোখে দেখা যায় না। নিজেদের জীবন চরম ঝুঁকির মধ্যে ফেলে আপনারা এই জুলাই আন্দোলনে সমর্থন দিয়েছেন। জীবন-জীবিকার ঝুঁকি নিয়ে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিলেন।

আসিফ নজরুল বলেন, যারা বিদেশে থাকেন, তাদের মনে রাখতে হবে যে আপনারা বিদেশে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেন। এমন কিছু করবেন না, যাতে আপনাদের কারণে দেশের ভাবমূর্তি নষ্ট হয়।

আইন উপদেষ্টা আরও বলেন, সৌদি আরবের সঙ্গে নতুন একটি চুক্তি হতে যাচ্ছে, যা ভারত ও পাকিস্তানের সঙ্গেও নেই। এই চুক্তি হলে বাংলাদেশিরা আরও সুযোগ-সুবিধা পাবে। যারা বিদেশে যেতে চান, তারা একটু খোঁজখবর নিয়ে যান।

পিএস

Wordbridge School
Link copied!