• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

পরমাণু বিজ্ঞানী অধ্যাপক এম শমশের আলী আর নেই


নিজস্ব প্রতিবেদক আগস্ট ৩, ২০২৫, ১২:১৬ পিএম
পরমাণু বিজ্ঞানী অধ্যাপক এম শমশের আলী আর নেই

ঢাকা: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য, বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী অধ্যাপক এম শমশের আলী আর নেই (ইন্না লিল্লাহি... রাজিউন)। শনিবার রাত ২টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর।

রোববার বাদ জোহর ধানমন্ডির ৭ নম্বর সড়কের বায়তুল আমান মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে রোববার ছুটি ঘোষণা করা হয়েছে।

শিক্ষা ও গবেষণায় দীর্ঘ সময় অবদান রাখা অধ্যাপক শমশের আলী ২০০২ সালে সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন। ২০০৪ থেকে ২০১২ সাল পর্যন্ত বাংলাদেশ বিজ্ঞান একাডেমির সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি বাংলা একাডেমির ফেলো, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির আজীবন সদস্য এবং আমেরিকান ফিজিক্যাল সোসাইটির সদস্য ছিলেন।

১৯৪০ সালের ৯ নভেম্বর কুষ্টিয়ার ভেড়ামারায় জন্ম নেওয়া শমশের আলী যশোর জিলা স্কুল ও রাজশাহী কলেজে পড়াশোনা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞানে অনার্স (১৯৫৯) ও মাস্টার্স (১৯৬০) সম্পন্ন করেন। ১৯৬৫ সালে যুক্তরাজ্যের ম্যানচেস্টার ইউনিভার্সিটি থেকে থিওরেটিক্যাল নিউক্লিয়ার ফিজিক্সে পিএইচডি করেন।

তিনি পাকিস্তান আণবিক শক্তি কমিশনে কর্মজীবন শুরু করে পরে ঢাকা আণবিক শক্তি কেন্দ্রে সিনিয়র সায়েন্টিফিক অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৮২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসেবে যোগ দেন এবং ১৯৯২ সালে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য হন।

তাঁর উল্লেখযোগ্য বইয়ের মধ্যে রয়েছে— পবিত্র কোরআনে বৈজ্ঞানিক ইঙ্গিত, বিজ্ঞান ও প্রযুক্তিতে মুসলিম অবদান, এবং আলাদিনস রিয়েল ল্যাম্প: সায়েন্স অ্যান্ড টেকনোলজি।

ওএফ

Wordbridge School
Link copied!