• ঢাকা
  • মঙ্গলবার, ০৯ ডিসেম্বর, ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

৫ আগষ্ট ছাত্র-জনতাকে ঢাকায় আনতে ট্রেন ভাড়া করছে সরকার 


নিজস্ব প্রতিবেদক আগস্ট ৩, ২০২৫, ০৯:১৬ পিএম
৫ আগষ্ট ছাত্র-জনতাকে ঢাকায় আনতে ট্রেন ভাড়া করছে সরকার 

ঢাকা: রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে মঙ্গলবার (৫ আগস্ট) অভ্যুত্থানের বর্ষপূর্তিতে আলোচিত ‘জুলাই ঘোষণাপত্র’ উপস্থাপন করা হবে। 

এই দিনে ঢাকায় লোকসমাগম ঘটাতে আট জোড়া ট্রেন ভাড়া করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। এসব ট্রেন দেশের বিভিন্ন জায়গা থেকে ছাত্র-জনতাকে ঢাকায় নিয়ে আসবে, সমাবেশ শেষে আবার ফিরিয়ে নিয়ে যাবে।

জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি ঘিরে রাষ্ট্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে থাকছে দিনভর আয়োজন।

রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম রোববার রাতে বলেন, '৫ অগাস্ট জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে দেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ আনতে ট্রেন ভাড়া করা হচ্ছে'। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর থেকে আমাদের চিঠি দেওয়া হয়েছে। এজন্য আমরা তাদেরকে আট জোড়া ট্রেন ভাড়া দিয়েছি।

'বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য আমরা ট্রেন ভাড়া দিই। আমরা জামায়াতকে দিয়েছি, আজকে (রোববার) ছাত্রদল আমাদের কাছ থেকে ট্রেন ভাড়া করেছে। একইভাবে বাণিজ্যিক দৃষ্টিকোণ থেকে আমরা এসব ট্রেন ভাড়া দিয়েছি।'

রেলপথ মন্ত্রণালয়ের সচিব বলেন, সরকারের ভাড়া করা ট্রেনগুলো সিলেট, চট্টগ্রাম, রংপুর, ভাঙ্গা, ভৈরব, নরসিংদী, নারায়ণগঞ্জ এবং জয়দেবপুর থেকে যাত্রী আনা-নেওয়া করবে।

'জুলাই ঘোষণা হবে বিকেলে। এজন্য এসব ট্রেন নির্ধারিত গন্তব্য থেকে ছেড়ে ২টা থেকে আড়াইটার মধ্যে ঢাকায় আসবে। সমাবেশ শেষে আবার রাতে ৮টা, ৯টা, ১০টা সুবিধামত সময়ে ঢাকা ছেড়ে যাবে। এসব ট্রেনের সময়সূচি এমনভাবে করা হয়েছে, যেন অন্যান্য ট্রেনের যাত্রায় কোনো বিঘ্ন না হয়।'

গত ১৯ জুলাই ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশে নেতাকর্মীদের আনতে রাজশাহী, সিরাজগঞ্জ, চট্টগ্রাম এবং ময়মনসিংহ থেকে চার জোড়া ট্রেন ভাড়া করে জামায়াতে ইসলামী বাংলাদেশ। সেজন্য তারা প্রায় ৩২ লাখ নগদ টাকা পরিশোধ করে।

আর রোববার ঢাকার শাহবাগের মহাসমাবেশের জন্য একটি ট্রেন ভাড়া করে জাতীয়তাবাদী ছাত্রদল। ওই ট্রেনটি চট্টগ্রাম থেকে ছাত্রদলের নেতাকর্মীদের ঢাকায় নিয়ে আসে। সেজন্য রেলওয়েকে প্রায় ১০ লাখ টাকা পরিশোধ করার কথা জানিয়েছে ছাত্রদল।

আর আটটি ট্রেন ভাড়া করতে সরকার ৩০ লাখ ৪৬ হাজার টাকা দিচ্ছে বলে জানিয়েছেন রেলপথ সচিব।

এআর

Wordbridge School
Link copied!