• ঢাকা
  • মঙ্গলবার, ০৯ ডিসেম্বর, ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

রোমে ২৬২ যাত্রী নিয়ে আটকা বিমানের ঢাকাগামী ফ্লাইট


নিজস্ব প্রতিবেদক:  আগস্ট ১১, ২০২৫, ০১:৪২ পিএম
রোমে ২৬২ যাত্রী নিয়ে আটকা বিমানের ঢাকাগামী ফ্লাইট

ঢাকা : পূর্ণ প্রস্তুতি সম্পন্ন হলেও ২৬২ যাত্রী নিয়ে উড্ডয়নের আগমুহূর্তে ডানার ফ্ল্যাপ কাজ না করায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের রোম-ঢাকা ফ্লাইট (বিজি ৩৫৬) বাতিল করা হয়েছে। এতে করে বিমানটি রোমে আটকা পড়েছে।

স্থানীয় সময় গতকাল (১০ আগস্ট) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে রোমের লিওনার্দো দ্য ভিঞ্চি ফিউমিসিনো বিমানবন্দর থেকে বোয়িং-৭৮৭ ড্রিমলাইনার উড়োজাহাজটির ঢাকার উদ্দেশে উড্ডয়নের কথা ছিল।

তাৎক্ষণিকভাবে সমস্যার সমাধান করা সম্ভব না হওয়ায় বর্তমানে উড়োজাহাজটি বিমানবন্দরে গ্রাউন্ডেড অবস্থায় রাখা হয়েছে। ঢাকা থেকে প্রয়োজনীয় স্পেয়ার পার্টস পাঠানো হলে মেরামত করা যাবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) এবিএম রওশন কবীর জানান, যান্ত্রিক ত্রুটির কারণে ফ্লাইটটি বাতিল করা হয়েছে এবং যাত্রীদের হোটেলে থাকার ব্যবস্থা করা হয়েছে। 

তিনি বলেন, রোমে গ্রাউন্ডেড বিমানটির ডানার ফ্ল্যাপ মেরামতের জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ লন্ডন থেকে পাঠানো হচ্ছে। যন্ত্রাংশগুলো আজ (সোমবার) বাংলাদেশ সময় সন্ধ্যা নাগাদ রোমে পৌঁছাবে। এরপর ত্রুটি সারিয়ে একই উড়োজাহাজে যাত্রীদের দেশে ফিরিয়ে আনা হবে। এজন্য বিকল্প কোনো ফ্লাইটের ব্যবস্থা করা হচ্ছে না। 

যন্ত্রাংশ পৌঁছানো ও মেরামত শেষ না হওয়া পর্যন্ত যাত্রী এবং ক্রুরা হোটেলেই অবস্থান করবেন বলে জানান তিনি।

বিমান সূত্র জানায়, যাত্রীরা উড়োজাহাজে ওঠার পর পাইলট উড্ডয়নের আগে চূড়ান্ত পরীক্ষার সময় এই ত্রুটি শনাক্ত করেন। বিষয়টি তাৎক্ষণিকভাবে যাত্রীদের অবহিত করা হয়।

পিএস

Wordbridge School
Link copied!