সাত সকালে হঠাৎ নেমে এলো বৃষ্টি—ভিজল রাজধানী ঢাকা। কয়েকদিনের ভ্যাপসা গরমে অতিষ্ঠ হয়ে ওঠা নগরবাসীর জন্য এই বৃষ্টি যেন স্বস্তির পরশ নিয়ে এলো। আকাশে জমে থাকা কালো মেঘ আর গুঁড়িগুঁড়ি ফোঁটায় শহরের ব্যস্ত সকাল হয়ে উঠল কিছুটা ভিন্ন। সকাল থেকেই মিরপুর, বারিধারা, উত্তরা ও শ্যামলীসহ ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি ঝরতে থাকে, সঙ্গে বইতে থাকে হালকা বাতাস। এতে যান চলাচল কিছুটা ধীর হলেও তাপদগ্ধ নগরের মানুষজন আনন্দের সঙ্গে বৃষ্টিকে বরণ করে নেয়।
বুধবার (১৩ আগস্ট) সকাল ৬টার পর থেকেই আবহাওয়ার পরিবর্তন চোখে পড়ে। আকাশে সূর্যের দেখা মিললেও মুহূর্তেই তা মেঘে ঢাকা পড়ে যায়। কালো মেঘের আস্তরণ জানান দিচ্ছিল, দিনভর বৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসও বলছে, দুপুর ১টা পর্যন্ত ঢাকা ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে এবং যেকোনো সময় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য কমবে বলে আশা করা হচ্ছে।
গতকাল মঙ্গলবার (১২ আগস্ট) ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৩৪.১ ডিগ্রি সেলসিয়াস, যা গরমে নাজেহাল করে তুলেছিল নগরবাসীকে। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস, যা তাপমাত্রায় কিছুটা হলেও শীতলতার আভাস দিচ্ছে।
এদিকে, মঙ্গলবার রাতে দেওয়া আবহাওয়া অফিসের বিশেষ বুলেটিনে জানানো হয়, বুধবার সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায়; রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেটের কিছু স্থানে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
বৃষ্টির এই আবহাওয়া নগরীর ব্যস্ত জীবনে কিছুটা ধীরগতি আনলেও, তাপদাহ থেকে মুক্তি পেয়ে নাগরিকদের মনে এনে দিয়েছে একটুখানি আনন্দ ও স্বস্তি। অনেকে অফিস বা শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার পথে ভিজে গিয়েছেন, কেউবা ছাতা হাতে বৃষ্টিকে উপভোগ করেছেন। তবে দিনের বাকি সময়টাতেও বৃষ্টির সম্ভাবনা থাকায় আবহাওয়াবিদরা সতর্কতার সঙ্গে চলাফেরার পরামর্শ দিয়েছেন।
ওএফ







































