• ঢাকা
  • মঙ্গলবার, ০৯ ডিসেম্বর, ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

মৃত বাবাকে চেয়ারে বসিয়ে সম্পত্তি লিখে নেওয়ার খবরটি ভুয়া


নিউজ ডেস্ক আগস্ট ১৫, ২০২৫, ০২:৪২ পিএম
মৃত বাবাকে চেয়ারে বসিয়ে সম্পত্তি লিখে নেওয়ার খবরটি ভুয়া

ঢাকা: মৃত বাবাকে চেয়ারে বসিয়ে সম্পত্তি লিখে নেওয়ার খবরটি ভুয়া বলে শনাক্ত করেছে বাংলাদেশের ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি।

রিউমার স্ক্যানার জানায়, ভাইরাল ভিডিওটি আসলে একটি হাউজিং কোম্পানির কাছে জমি বিক্রির প্রক্রিয়ার অংশ। সেখানে মুমূর্ষু অবস্থার যে ব্যক্তিকে মৃত দাবি করা হয়েছে, তিনি উইনম্যাক্স মোবাইল কোম্পানির চেয়ারম্যান মো. হোসেন খান। তিনি বর্তমানে অসুস্থ হলেও জীবিত আছেন।

সম্প্রতি, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, একটি অফিস কক্ষে একজন ব্যক্তি বসে আছেন এবং আরেকজন ব্যক্তি তার টিপসই নিচ্ছেন। কক্ষে আরো কয়েকজন ব্যক্তির উপস্থিতি লক্ষ্য করা যায়। ভিডিওটির প্রচারের মাধ্যমে দাবি করা হচ্ছে, এটি একজন মৃত বাবার কাছ থেকে তার সন্তানের সম্পত্তি হাতিয়ে নেওয়ার জন্য টিপসই নেওয়ার দৃশ্য।

বাংলাদেশে চলমান গুজব, ভুয়া খবর ও অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে কাজ করে রিউমার স্ক্যানার। তাদের অনুসন্ধানে আরও উঠে এসেছে, একটি মহল দেশ-বিদেশ থেকে পরিকল্পিতভাবে বাংলাদেশের নানা বিষয়ে গুজব, ভুল তথ্য ও অপতথ্য ছড়িয়ে দিচ্ছে।

প্রতিষ্ঠানটি জানায়, গত বছর থেকে ভারতীয় গণমাধ্যম এবং ভারত থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট থেকে বাংলাদেশকে জড়িয়ে ভুয়া তথ্য প্রচারের প্রবণতা বেড়েছে। ইতোমধ্যে ইন্টারনেটে ছড়িয়ে পড়া শত শত ভুল তথ্য তারা শনাক্ত করেছে।

ইউআর

Wordbridge School
Link copied!