• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

শঙ্কামুক্ত মোস্তফা সরয়ার ফারুকী


নিজস্ব প্রতিবেদক আগস্ট ১৭, ২০২৫, ০৯:০৮ এএম
শঙ্কামুক্ত মোস্তফা সরয়ার ফারুকী

সংস্কৃতি উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর শারীরিক অবস্থা শঙ্কামুক্ত বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. মো. আবু জাফর। শনিবার (১৬ আগস্ট) দিবাগত রাতে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

ডা. আবু জাফর বলেন, “মোস্তফা সরয়ার ফারুকীকে জরুরি বিভাগে স্যালাইন দেওয়া হয়েছে। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষাও সম্পন্ন হয়েছে। ইসিজিতে তার হার্টে কোনো সমস্যা ধরা পড়েনি। বর্তমানে তিনি ভালো আছেন। অতিরিক্ত কাজের চাপের কারণেই তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন।”

এদিকে ফারুকীর স্ত্রী, অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা ফেসবুকে এক পোস্টে জানান, কক্সবাজারে মন্ত্রণালয়ের একটি ওয়ার্কশপ চলাকালীন ফারুকী অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে ঢাকায় আনা হয় এবং হাসপাতালে ভর্তি করা হয়। 

তিশা লেখেন, “চিকিৎসকরা জানিয়েছেন, অতিরিক্ত কাজের চাপে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। এখন তিনি আশঙ্কামুক্ত আছেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন।”

ওএফ

Wordbridge School
Link copied!