• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

প্রকৃতির প্রতি সদয় হোন: ড. ইউনূস


নিজস্ব প্রতিবেদক আগস্ট ১৮, ২০২৫, ০১:১০ পিএম
প্রকৃতির প্রতি সদয় হোন: ড. ইউনূস

ঢাকা: দেশবাসীকে মৎস্য সম্পদ রক্ষার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, মাছ আমাদের জন্য প্রকৃতির এক অমূল্য উপহার এবং আল্লাহর দান। কিন্তু আমরা প্রকৃতির প্রতি অত্যন্ত নির্মম এবং এভাবে চললে মৎস্য সম্পদও একদিন আমাদের কপাল থেকে চলে যাবে।

সোমবার (১৮ আগস্ট) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আরও বলেন, “আমরা নদী শাসনের কথা বলছি, নদী পালনের কথা বলছি না। এই বর্জ্য ও পরিবেশ দূষণের কারণে নদী ও জলাশয় ক্ষতিগ্রস্ত হচ্ছে, যা মৎস্য উৎপাদনে বিরূপ প্রভাব ফেলছে।” তিনি জোর দিয়ে বলেন, মৎস্য আহরণে অবৈধ জাল ব্যবহারের বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক। পাশাপাশি জলবায়ু পরিবর্তন এবং নিষিদ্ধ কীটনাশক ব্যবহারের কারণে মৎস্য উৎপাদনে প্রতিকূল প্রভাব পড়ছে।

ড. ইউনূস বলেন, সামুদ্রিক মৎস্য সম্পদের বিপুল সম্ভাবনা রয়েছে, তবে আমরা তা এখনও পুরোপুরি আহরণ করতে পারিনি। অভ্যন্তরীণ চাহিদা মেটানোর পাশাপাশি মাছের রফতানি বৃদ্ধি ও মৎস্য শিল্পে আন্তর্জাতিক মানের গবেষণার মাধ্যমে দেশের অর্থনীতি সমৃদ্ধ করার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, চাষের মাছের গুরুত্ব দিন দিন বাড়ছে এবং অনেক তরুণ উদ্যোক্তা এই খাতে এগিয়ে আসছেন। তবে ইলিশ মাছের দেশীয় মানুষের কাছে সাশ্রয়ী মূল্যে প্রাপ্তি এখনও সীমিত। তিনি আশা প্রকাশ করেন, মাছ আহরণের জন্য নির্ধারিত সময়ের নিষেধাজ্ঞা ঠিকভাবে মানলে প্রজাতির সংখ্যা বৃদ্ধি পাবে।

প্রধান উপদেষ্টা আরও বলেন, সমুদ্র উপকূলীয় অঞ্চলের সম্পদের টেকসই ব্যবহার নিশ্চিত করতে সরকার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছে। মৎস্য সম্পদ মানুষের কল্যাণে ব্যবহার করতে বন্ধু দেশগুলোর সাথে গবেষণা ও আলোচনা কার্যক্রম চলমান।

অনুষ্ঠানে জাতীয় মৎস্য সপ্তাহের বিভিন্ন ক্যাটাগরিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ১৬ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় মৎস্য পদক প্রদান করা হয়। স্বর্ণ পদক পান ৯ জন, রৌপ্য পদক পান ৫ জন এবং ব্রোঞ্জ পদক পান ২ জন। এছাড়া সপ্তাহজুড়ে সারা দেশে আলোচনা সভা ও বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

ড. ইউনূসের আহ্বান, “প্রকৃতির প্রতি সদয় হই, নদী ও সমুদ্রের সম্পদ রক্ষা করি, এবং মৎস্য খাতকে একটি সুষ্ঠু ও স্থায়ী শিল্পে পরিণত করি।”

এছাড়া মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে সপ্তাহজুড়ে রাজধানী ঢাকাসহ সারা দেশে রয়েছে আলোচনা সভাসহ নানা অনুষ্ঠান।

ওএফ

Wordbridge School
Link copied!