ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ৮৩টি সংসদীয় আসনের সীমানা নিয়ে জমা পড়া এক হাজার ৭৬০টি দাবি-আপত্তির শুনানি শুরু করবে নির্বাচন কমিশন (ইসি) আগামী সপ্তাহে।
২৪ অগাস্ট থেকে শুরু হয়ে ২৭ অগাস্ট পর্যন্ত চার দিনে এ শুনানি চলবে। এরপর সব দাবি-আপত্তি নিষ্পত্তি করে চূড়ান্ত সীমানা প্রকাশ করবে ইসি। সোমবার উপসচিব মাহবুব আলম শাহ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
শুনানিতে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব উপস্থিত থাকবেন। নির্ধারিত দিনে আপত্তিকারী বা তার ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি উপস্থিত থাকতে হবে।
শুনানির সময়সূচি:
২৪ অগাস্ট (কুমিল্লা অঞ্চল): দুপুর ১২টা–১.৩০টা: ব্রাহ্মণবাড়িয়া-২, ৩, ৫: ২.৩০–৩.৩০টা: কুমিল্লা-৬, ৯, ১০, ১১: ৩.৩০–৫টা: নোয়াখালী-১, ২, ৪, ৫; চাঁদপুর-২, ৩; ফেনী-৩; লক্ষ্মীপুর-২, ৩।
২৫ অগাস্ট (খুলনা, বরিশাল ও চট্টগ্রাম অঞ্চল): সকাল ১০টা–১২.৩০টা: সাতক্ষীরা-৩, ৪; যশোর-৩, ৬; বাগেরহাট-১, ২, ৩: ২.৩০–৫টা: ঝালকাঠি-১; বরগুনা-১, ২; পিরোজপুর-১, ২, ৩; চট্টগ্রাম-৩, ৫, ৮, ১৯; খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান।
২৬ অগাস্ট (ঢাকা অঞ্চল): সকাল ১০টা–১২.৩০টা: মানিকগঞ্জ-১, ২, ৩; নরসিংদী-৪, ৫; নারায়ণগঞ্জ-৩, ৪, ৫: ২.৩০–৫টা: ঢাকা-১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ১০, ১৪, ১৫, ১৬, ১৮, ১৯।
২৭ অগাস্ট (রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ফরিদপুর ও সিলেট অঞ্চল): সকাল ১০টা–১২.৩০টা: পঞ্চগড়-১, ২; রংপুর-১; কুড়িগ্রাম-৪; সিরাজগঞ্জ-২, ৫, ৬; পাবনা-১: ২.৩০–৫টা: টাঙ্গাইল-৬; জামালপুর-২; কিশোরগঞ্জ-১; সিলেট-১; ফরিদপুর-১, ৪; মাদারীপুর-২, ৩; শরীয়তপুর-২, ৩। শুনানি শেষে রায় সংশ্লিষ্টদের জানিয়ে দেবে ইসির আইন শাখা।
খসড়া সীমানা পুনর্নির্ধারণ
গত ৩০ জুলাই ইসি ৩০০ আসনের মধ্যে ৩৯টির সীমানায় পরিবর্তনের খসড়া প্রকাশ করে। ভোটার সংখ্যা সমতা আনার জন্য গাজীপুরে একটি আসন বাড়িয়ে ছয়টি করা হয় এবং বাগেরহাটের আসন চার থেকে কমিয়ে তিনটির প্রস্তাব করা হয়।
খসড়া প্রকাশের পর ৮৩টি আসন নিয়ে নানা দাবি-আপত্তি জমা পড়ে। এর মধ্যে কিছু আবেদন সীমানা পরিবর্তনের পক্ষে, আবার কিছু বর্তমান সীমানা বহাল রাখার পক্ষে।
ইসি সচিবালয়ের উপসচিব মাহবুব আলম শাহ জানান, জমা পড়া ১,৭৬০ আবেদনের মধ্যে সর্বোচ্চ ৬৮৩টি এসেছে কুমিল্লা অঞ্চল থেকে। সবচেয়ে কম আবেদন পড়েছে সিলেট অঞ্চলে, আর ময়মনসিংহ অঞ্চলে জমা পড়েছে মাত্র ৩টি আবেদন।
ওএফ







































