• ঢাকা
  • সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

জুলাই সনদে ২৩ দলের মতামত প্রদান


নিজস্ব প্রতিবেদক:  আগস্ট ২২, ২০২৫, ০৭:৪৬ পিএম
জুলাই সনদে ২৩ দলের মতামত প্রদান

ঢাকা : জুলাই সনদের পূর্ণাঙ্গ খসড়ায় এখন পর্যন্ত ২৩টি রাজনৈতিক দল মতামত দিয়েছে। শুক্রবার (২২ আগস্ট) জাতীয় ঐকমত্য কমিশন এ তথ্য জানিয়েছে।

কমিশন জানায়, জুলাই সনদের ওপর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শেষে গত ১৬ আগস্ট চূড়ান্ত খসড়া ৩০টি দল ও জোটকে দেওয়া হয়। তাদের মতামত দিতে ২০ আগস্ট পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়। তবে কয়েকটি দলের অনুরোধে আরও দুদিন সময় বাড়ানোর পর আজ শুক্রবার (২২ আগস্ট) ২৩টি দলের মতামতের তথ্য জানায় কমিশন।

এর আগে প্রথম ও দ্বিতীয় দফায় ৬৮ দিনের বৈঠকে ৮৪টি সংস্কার প্রস্তাব নিয়ে জুলাই সনদের চূড়ান্ত খসড়া তৈরি করে কমিশন।

এদিকে জুলাই সনদকে সংবিধানের ওপর প্রাধান্য দেওয়ার পক্ষপাতী নয় বিএনপি। সনদ সম্পর্কে আদালতে প্রশ্ন তোলা যাবে না, এ অঙ্গীকারেও একমত নয় দলটি। বিএনপি চায়, যেসব সাংবিধানিক সংস্কারে ঐকমত্য হয়েছে, সেগুলো আগামী নির্বাচিত সংসদে বাস্তবায়ন করা হবে।
 
অন্যদিকে বিএনপির বিপরীতে অবস্থান জামায়াতের। দলটি সংবিধানের ওপরে সনদের প্রাধান্য চেয়েছে। সনদ সম্পর্কে আদালতে প্রশ্ন তোলা যাবে না, এ অঙ্গীকারেও সমর্থন করেছে দলটি। তবে কোন কোন সংস্কার প্রস্তাব নির্বাচনের আগে বাস্তবায়নযোগ্য, এ তালিকা ঐকমত্য কমিশনের কাছে চেয়েছে তারা।

পিএস

Wordbridge School
Link copied!