• ঢাকা
  • সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ঢাকায় নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন মনোনীত


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ৩, ২০২৫, ১০:১৬ এএম
ঢাকায় নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন মনোনীত

ঢাকা : মার্কিন যুক্তরাষ্ট্র ঢাকার জন্য নতুন রাষ্ট্রদূত মনোনীত করেছে। সিনেটে পাশ হলেই চূড়ান্ত ঢাকা নিয়োগ দেওয়া হবে ব্রেন্ট ক্রিস্টেনসেনকে।

বুধবার (৩ সেপ্টেম্বর) মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির দাপ্তরিক বাসভবন (হোয়াইট হাউজ) থেকে এ বিষয়টি নিশ্চিত করা হয়।

ব্রেন্ট ক্রিস্টেনসেন চলতি বছর জানুয়ারি থেকে রাষ্ট্রপতি ট্রাম্পের অস্ত্র নিয়ন্ত্রণ ও আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক আন্ডার সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালনের জন্য সিনিয়র অফিসার হিসেবে মনোনীত করা হয়েছিল।

সর্বশেষে মি. ক্রিস্টেনসেন ২০২২ সালের আগস্ট থেকে ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের স্ট্র্যাটেজিক কমান্ড এর কমান্ডারের বৈদেশিক নীতি উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ব্রেন্ট ক্রিস্টেনসেন বর্তমান রাষ্ট্রদূত পিটার হাসের স্থলাভিষিক্ত হবেন। পিটার হাস গত বছর রাষ্ট্রদূতের দায়িত্ব শেষে অবসরে যান। এরপর থেকে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছেন অবসরপ্রাপ্ত পেশাদার কূটনীতিক ট্রেসি অ্যান জ্যাকবসন।

পিএস

Wordbridge School
Link copied!