ফাইল ছবি
ঢাকা: ঢাকা বাতাসের আজ অস্বাস্থ্যকর। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ৯টা ৩৭ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ১৬৭ নিয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে।
আফ্রিকার দেশ চাদ যথাক্রমে ১৭৬ একিউআই স্কোর নিয়ে দূষণের তালিকায় প্রথম, পাকিস্থান ১৬৪ স্কোর নিয়ে তৃতীয় স্থারে দখল করেছে।
সাধারণভাবে, এ কিউআই স্কোর ৫০ থেকে ১০০-এর মধ্যে থাকলে তা ‘মাঝারি’ হিসেবে শ্রেণিভুক্ত করা হয়। ১০১ থেকে ১৫০ হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।
এছাড়া এই স্কোর ১৫১ থেকে ২০০ হলে তা ‘অস্বাস্থ্যকর’ ২০১ থেকে ৩০০ হলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে তা ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়। জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি সৃষ্টি করে ৩০০-এর বেশি যেকোনো সূচক।
বাংলাদেশে একিউআই সূচক নির্ধারিত হয় পাঁচ ধরনের দূষণের ভিত্তিতে-বস্তুকণা (পিএম১০ ও পিএম২ দশমিক ৫), নাইট্রোজেন ডাই-অক্সাইড (এনও₂), কার্বন মনো-অক্সাইড (সিও), সালফার ডাই-অক্সাইড (এসও₂) ও ওজোন।
এসআই







































