• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

সংসদীয় আসনের সীমানা নিয়ে আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত: ইসি সচিব 


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ১৮, ২০২৫, ০৮:৪৩ পিএম
সংসদীয় আসনের সীমানা নিয়ে আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত: ইসি সচিব 

সংসদীয় আসনের সীমানা নির্ধারণ নিয়ে বিরোধ এবং আন্দোলনের বিষয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, কোনো পরিস্থিতিতেই ভাঙচুর গ্রহণযোগ্য নয়। বিষয়টি আদালতেও গিয়েছে, এবং সেখান থেকে যে সিদ্ধান্ত আসবে তা কমিশনের জন্য বাধ্যতামূলক।

তিনি জানান, প্রবাসে থাকা ভোটাররা অনলাইনে নিবন্ধন করে দেশে এসে ভোট দিতে পারবেন না। ভোটার নিবন্ধনের অ্যাপ কবে চালু হবে তা পরে জানানো হবে।

ইউরোপীয় ইউনিয়নের প্রাক-নির্বাচনি পর্যবেক্ষক দল আগামী ২২ সেপ্টেম্বর কমিশনে আসবে। ইতোমধ্যে দল নিবন্ধনের ২২ দলের তদন্ত শেষ হয়েছে এবং তা আগামী বৈঠকে উপস্থাপন করা হবে।

আখতার আহমেদ বলেন, সংলাপের বিষয় শিগগিরই নির্ধারিত হবে। ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ পূর্ণ হবে, তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। দেশীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধনও প্রায় চূড়ান্ত।

তিনি আরও বলেন, ‘সীমানা নিয়ে বিরোধ ও আন্দোলন চললেও ভাঙচুর অনাকাঙ্খিত। আইনের সাত ধারায় মামলা গ্রহণযোগ্য হবে না। রিট করা মৌলিক অধিকার।’

এসএইচ

Wordbridge School
Link copied!