• ঢাকা
  • শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

নখ-দন্তহীন মানবাধিকার কমিশন নিয়ে ক্ষোভ দেবপ্রিয়ের


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ২৭, ২০২৫, ০৪:৪৬ পিএম
নখ-দন্তহীন মানবাধিকার কমিশন নিয়ে ক্ষোভ দেবপ্রিয়ের

ফাইল ছবি:

মানবাধিকার কমিশনকে ‘নখ-দন্তহীন’ প্রতিষ্ঠান বানানো হয়েছে বলে মন্তব্য করেছেন এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ও অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য।

শনিবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর গুলশান-২ এ একটি হোটেলে আয়োজিত ‘খসড়া জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ ২০২৫’ নিয়ে নাগরিক সংলাপে তিনি এ মন্তব্য করেন। সংলাপটির আয়োজন করে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশ।

দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘আমাদের উপহার দেওয়া হয়েছে নখ-দন্তহীন মানবাধিকার কমিশন। যার দাঁতও নেই, কামড়ও দিতে পারে না। কোনো দক্ষতা, কোনো কার্যকারিতাও নেই। এভাবে নাগরিক সমাজের দাবির মুখে একটি অকার্যকর কমিশন উপহার দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘এমন কমিশনের নেতৃত্বে মেরুদণ্ডহীন ভালো মানুষ বসালে কোনো লাভ নেই। মেরুদণ্ডহীন ভালো মানুষ কারও জন্য মেরুদণ্ড সোজা করতে পারে না। সৎ, নীতিমান ও সাহসী মানুষ-যিনি ক্ষমতার সঙ্গে লড়তে পারবেন-তাদেরই দায়িত্ব দেওয়া উচিত।’

নাগরিক সংলাপে আরও বক্তব্য দেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সভাপতি বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী, নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রধান শিরীন পারভীন হক, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শাহদীন মালিক ও সারা হোসেন, আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া, চাকমা সার্কেলের প্রধান রানী ইয়ান ইয়ান প্রমুখ।

এসএইচ
 

Wordbridge School
Link copied!