ঢাকা : চলতি বছরের আট মাসে অর্থাৎ জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত দেশে চার হাজার ৫৭৪টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এ সব দুর্ঘটনায় চার হাজার ৫৪২ জন নিহত হয়েছে এবং আহত হয়েছেন আরও ৯ হাজার ৫০৭ জন।
জানুয়ারি : জানুয়ারিতে দেশে ৬২১টি সড়ক দুর্ঘটনায় ৬০৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১ হাজার ১০০ জন। নিহতের মধ্যে ৭২ জন নারী এবং ৮৪ জন শিশু। রোড সেফটি ফাউন্ডেশন এ তথ্য জানায়।
ফেব্রুয়ারি : ফেব্রুয়ারি মাসে সারা দেশে ৫৯৬টি সড়ক দুর্ঘটনায় ৫৭৮ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও ১ হাজার ৩২৭ জন। রোড সেফটি ফাউন্ডেশন এই তথ্য প্রকাশ করে।
মার্চ : মার্চ মাসে সারা দেশে ৫৯৩টি সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় ৬১২ জন নিহত ও এক হাজার ২৪৬ জন আহত হয়েছেন। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবেদন তুলে ধরে হয়।
এপ্রিল : এপ্রিল মাসে সারাদেশে সড়কে ৫৯৩টি দুর্ঘটনা ঘটেছে। আর এসব দুর্ঘটনায় ৫৮৮ জন নিহত হয়েছেন এবং আহতের সংখ্যা ১১২৪ জন। রোড সেফটি ফাউন্ডেশনের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
মে : সড়কে বিভিন্ন ধরনের যানবাহন দুর্ঘটনায় গত মে মাসে ৬১৪ জন নিহত হয়েছে এবং আহত হয়েছেন ১ হাজার ১৯৬ জন। ৫৯৭টি সড়ক দুর্ঘটনায় এসব মৃত্যুর ঘটনা ঘটে। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির এক বিজ্ঞপ্তিতে এই পরিসংখ্যান উপস্থাপন করা হয়।
জুন : জুন মাসে দেশে ৬৮৯টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব সড়ক দুর্ঘটনায় ৬৯৬ জন নিহত এবং ১৮৬৭ জন আহত হয়েছেন। রোড সেফটি ফাউন্ডেশন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
জুলাই : জুলাই মাসে সারাদেশে ৪৪৩টি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৪১৮ জন এবং আহত হয়েছেন আরও ৮৫৬ জন। রোড সেফটি ফাউন্ডেশন প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আগস্ট : আগস্ট মাসে সারা দেশে ৪৫১টি সড়ক দুর্ঘটনায় ৪২৮ জন নিহত এবং ৭৯১ জন আহত হয়েছে। রোড সেফটি ফাউন্ডেশনের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
পিএস







































