ঢাকা : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ সাজ্জাত আলী বলেছেন, রাজধানীতে শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন ঘিরে নিরাপত্তা ঝুঁকি নেই।
বুধবার (১ অক্টোবর) বিকেলে রাজধানীর বনানী পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে রাজধানীতে বাড়তি পুলিশ ফোর্স ও গোয়েন্দা সংস্থার সদস্যরা মোতায়েন থাকবে।
তিনি বলেন, ‘যেখানে বিসর্জন হবে সেখানে এরইমধ্যে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। অধিক সংখ্যক পুলিশ ফোর্স ও গোয়েন্দা সংস্থার সদস্যরা নিয়োজিত থাকবে। এখন পর্যন্ত নিরাপত্তা বিঘ্নিত হওয়ার মতো কোনো আশঙ্কা নেই।’
ডিএমপি কমিশনার বিশেষ অনুরোধ জানিয়ে বলেন, ‘যারা সাঁতার জানেন না তাদের নৌকায় না ওঠা ভালো।’ এ ছাড়া যারা সাঁতার জানেন, তারাও যেন লাইফ জ্যাকেট পরে নৌকায় ওঠেন, যাতে কোনো বিপদ-আপদ না ঘটে।
ডিএমপি কমিশনার আরও বলেন, সুষ্ঠুভাবে ও উৎসবমুখর পরিবেশে পূজা উদ্যাপনের জন্য প্রায় এক মাস আগে থেকে প্রস্তুতি নিয়েছি। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ সদর দফতর ও ডিএমপি সদর দফতরে নিরাপত্তা ব্যবস্থাসহ বিভিন্ন বিষয়ে বৈঠক হয়েছে।
পিএস







































