• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ভাষাসৈনিক আহমদ রফিককে শহীদ মিনারে শেষ শ্রদ্ধা


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ৪, ২০২৫, ১১:৫০ এএম
ভাষাসৈনিক আহমদ রফিককে শহীদ মিনারে শেষ শ্রদ্ধা

ভাষা আন্দোলনের কিংবদন্তি যোদ্ধা, প্রাবন্ধিক ও রবীন্দ্রবিশেষজ্ঞ আহমদ রফিক-এর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে আসা হয়েছে। সেখানে সর্বস্তরের মানুষ ফুলে ফুলে বিদায় জানাচ্ছেন এই গুণী মানুষকে, যিনি ভাষার জন্য লড়েছিলেন, সাহিত্যকে দিয়েছিলেন অমূল্য সম্পদ।

শুক্রবার (৪ অক্টোবর) সকালে তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে পৌঁছে দেওয়া হয়। নানা শ্রেণিপেশার মানুষ, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধি এবং শুভানুধ্যায়ী তার কফিনে শ্রদ্ধা নিবেদন করছেন।

আহমদ রফিক ফাউন্ডেশন জানিয়েছে, শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর পর প্রয়াত এই ভাষাসৈনিকের শেষ ইচ্ছা অনুযায়ী তার মরদেহ বারডেম হাসপাতালের ইব্রাহিম মেডিকেল কলেজে হস্তান্তর করা হবে। সেখানে মেডিকেল শিক্ষার্থীদের গবেষণা ও প্রশিক্ষণের জন্য দান করা হবে তার দেহ।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাতে ঢাকার বারডেম হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আহমদ রফিক। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৬ বছর।

১৯২৯ সালের ১২ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ায় জন্ম নেওয়া আহমদ রফিক একাধারে ছিলেন ভাষা সংগ্রামী, কবি, প্রাবন্ধিক, ইতিহাসবিদ এবং বিশিষ্ট রবীন্দ্র গবেষক। স্ত্রীকে হারানোর পর তিনি ঢাকার নিউ ইস্কাটনের গাউসনগরের একটি ভাড়া বাসায় একাই বসবাস করতেন। তার কোনো সন্তান ছিল না।

বাংলা সাহিত্যে তার অবদান অপরিসীম। শতাধিক গ্রন্থের রচয়িতা ও সম্পাদক আহমদ রফিক পেয়েছেন একুশে পদক, বাংলা একাডেমি পুরস্কার, এবং কলকাতার টেগর রিসার্চ ইনস্টিটিউট থেকে পাওয়া ‘রবীন্দ্রতত্ত্বাচার্য’ উপাধিসহ বহু সম্মাননা।

রবীন্দ্রনাথ ঠাকুরের দর্শন ও সাহিত্যচর্চায় দুই বাংলায়ই তিনি ছিলেন অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব।

এম

Wordbridge School
Link copied!