• ঢাকা
  • সোমবার, ০৮ ডিসেম্বর, ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

রাজনৈতিক ফাঁদের আশঙ্কা

গণভোট ইস্যুতে বিএনপির নতুন কৌশল


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ৮, ২০২৫, ০৩:৫২ পিএম
গণভোট ইস্যুতে বিএনপির নতুন কৌশল

প্রতীকী ছবি

ঢাকা: জাতীয় নির্বাচনের আগে কোনো ধরনের গণভোটে রাজি নয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির মতে, জুলাই সনদ বাস্তবায়নে জনসমর্থন যাচাইয়ের জন্য গণভোটে সম্মতি দেওয়া কৌশলগতভাবে ভুল সিদ্ধান্ত ছিল। তবে যেহেতু বিএনপি ঐকমত্য কমিশনে এ বিষয়ে সম্মতি জানিয়েছে, তাই এখন তাদের অবস্থান হলো-গণভোট হলে তা জাতীয় নির্বাচনের দিনই হতে হবে।

বিএনপি নেতাদের মতে, গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে, একই ভোটকেন্দ্র ও একই ভোটকর্মীদের মাধ্যমে আয়োজন না হলে পুরো নির্বাচনী প্রক্রিয়া ব্যাহত হতে পারে। এতে দলের রাজনৈতিক অবস্থানও ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

অন্যদিকে জামায়াতে ইসলামী নির্বাচনের আগে গণভোট আয়োজনের পক্ষে। বিএনপির নেতারা মনে করছেন, জামায়াত গণভোটের ফলাফল নিজেদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে পারে এবং বিএনপির বিরুদ্ধে নেতিবাচক প্রচারণা চালাতে পারে।

গত সোমবার রাতে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। বৈঠকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন।

বৈঠকে উপস্থিত একাধিক সূত্র জানায়, বিএনপি শুরু থেকেই গণভোটের বিরোধিতা করেছে। কিন্তু ঐকমত্য কমিশনের প্রস্তাবে সমর্থন দেওয়ার পর এখন অবস্থান পরিবর্তন করলে দলীয় ভাবমূর্তিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে। অনেক সদস্য মনে করছেন, গণভোট ইস্যু আসলে জামায়াতের রাজনৈতিক ফাঁদ, যা বিএনপিকে জটিল অবস্থায় ফেলেছে।

স্থায়ী কমিটির সদস্যরা আরও বলেন, আগামী জাতীয় নির্বাচন আয়োজনই বড় চ্যালেঞ্জ। এর আগে গণভোট আয়োজন করতে গেলে বাড়তি প্রশাসনিক চাপ ও অর্থনৈতিক ব্যয় বাড়বে। এতে নির্বাচনের প্রস্তুতি বিঘ্নিত হতে পারে।

অন্য এক সদস্যের মতে, জামায়াত গণভোট ইস্যু ব্যবহার করে নির্বাচনী প্রক্রিয়ায় বাধা সৃষ্টি এবং ভোট বিলম্বের চেষ্টা করছে।

এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছিলেন, জুলাই সনদে জনগণের সমর্থন আছে কি না তা গণভোটের মাধ্যমে নিশ্চিত করা সম্ভব। তবে সোমবারের বৈঠকে দলের শীর্ষ পর্যায়ের নেতারা স্পষ্ট করেছেন-জাতীয় নির্বাচনের আগে আলাদা কোনো গণভোটে অংশ নেবে না বিএনপি।

বৈঠকে দলীয় ঐক্য রক্ষার বিষয়েও জোর দেওয়া হয়। নেতারা মত দেন, যেসব নেতা শাস্তির মুখোমুখি হয়েছিলেন কিন্তু পরে নির্দোষ প্রমাণিত হয়েছেন, তাদের পুনর্বহাল করা উচিত। একইসঙ্গে তারা তারেক রহমানের বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারের প্রশংসা করেন এবং মনে করেন, তার বক্তব্য ছিল সময়োপযোগী ও স্পষ্টভাবে দলের অবস্থান তুলে ধরেছে।

এসএইচ
 

Wordbridge School
Link copied!