• ঢাকা
  • শনিবার, ০৮ নভেম্বর, ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

কারা সেফ এক্সিট চায়, নাহিদকে তা পরিষ্কার করতে হবে: রিজওয়ানা


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ৮, ২০২৫, ০৪:২০ পিএম
কারা সেফ এক্সিট চায়, নাহিদকে তা পরিষ্কার করতে হবে: রিজওয়ানা

ফাইল ছবি

‘দেশের বিভিন্ন সময়ে নানা ঝড়-ঝঞ্ঝায় কোথাও পালিয়ে যাইনি’-এ মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, ভবিষ্যতেও তিনি দেশে থেকেই কাজ চালিয়ে যাবেন।

বুধবার (৮ অক্টোবর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। রিজওয়ানা বলেন, জনগণ এই অন্তর্বর্তী সরকারের অধীনে একটি স্বচ্ছ নির্বাচন চায়। সরকার নির্বাচন কমিশনকে সর্বোচ্চ সহায়তা দেবে।

তিনি আরও বলেন, কোনো দলের নির্বাচনে অংশগ্রহণ আইনি প্রক্রিয়া ও রাজনৈতিক সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।

সম্প্রতি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এক টেলিভিশন সাক্ষাৎকারে দাবি করেছিলেন, সরকারের অনেক উপদেষ্টা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং নিরাপদ প্রস্থানের (সেফ এক্সিট) চিন্তা করছেন। এ বিষয়ে রিজওয়ানা হাসান বলেন, কারা সেফ এক্সিট চায়, সেটি নাহিদ ইসলামকেই পরিষ্কার করতে হবে।

এসএইচ


 

Wordbridge School
Link copied!