• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

আজ ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়


নিউজ ডেস্ক অক্টোবর ১০, ২০২৫, ০৮:৪২ এএম
আজ ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের কাজের কারণে আজ শুক্রবার (১০ অক্টোবর) সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত আশুলিয়া ও আশপাশের বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড জানায়, এক্সপ্রেসওয়ের সেকশন-৩ অংশে পাইপলাইন স্থানান্তর কাজের জন্য এই সময় গ্যাস সরবরাহ বন্ধ রাখতে হচ্ছে।

তিতাস জানিয়েছে, সকাল থেকে রাত পর্যন্ত মোট ১৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে আশুলিয়া টিবিএস থেকে বাইপাইল পর্যন্ত রাস্তার উভয় পাশে, পাশাপাশি ঢাকা ইপিজেড, মালঞ্চ পাওয়ার প্ল্যান্ট, কাশিমপুর, সারদাগঞ্জ, হাজী মার্কেট, শ্রীপুর, চন্দ্রা, নবীনগর, সাভার ক্যান্টনমেন্ট, কাঠগড়া, জিরাবো, গাজীরচট, নয়াপাড়া, দেওয়ান ইদ্রিস সড়ক, নয়ারহাট, বলিভদ্রপুর ও পল্লীবিদ্যুত এলাকায়। এসব এলাকার গৃহস্থালি, বাণিজ্যিক ও শিল্প খাতের সব গ্রাহকই এই সময় গ্যাস পাবেন না।

এ ছাড়া আশপাশের এলাকায় গ্যাসের চাপ স্বাভাবিকের তুলনায় কম থাকতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ এই সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে এবং কাজ সম্পন্ন হওয়ার পর দ্রুত সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছে।

এম

Wordbridge School
Link copied!