• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

মার্কিন দূতাবাস এলাকায় নিরাপত্তা জোরদার, মাঠে সোয়াত ও অতিরিক্ত পুলিশ


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ১৪, ২০২৫, ১০:২৮ এএম
মার্কিন দূতাবাস এলাকায় নিরাপত্তা জোরদার, মাঠে সোয়াত ও অতিরিক্ত পুলিশ

রাজধানীর কূটনৈতিক এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গুলশান এলাকার মার্কিন দূতাবাস ও আশপাশের স্থাপনার নিরাপত্তা বেষ্টনী আরও কঠোর করা হয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি বিশেষায়িত ইউনিট সোয়াত সদস্যদেরও দেখা গেছে মাঠে।

সোমবার (১৩ অক্টোবর) রাতে গুলশান থানার ওসি মো. হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, মার্কিন দূতাবাসসহ আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। এটি নিয়মিত নিরাপত্তা ডিউটির অংশ। মাঝে মাঝে এমন উদ্যোগ নেওয়া হয়।

পুলিশের একটি দায়িত্বশীল সূত্র জানায়, বিদেশি মিশনগুলোর নিরাপত্তা নিশ্চিতে পুলিশ মাঝেমধ্যে অতিরিক্ত ব্যবস্থা গ্রহণ করে থাকে। কখনো কখনো দূতাবাসগুলোর সরাসরি অনুরোধেও এই ধরনের নিরাপত্তা জোরদার করা হয়।

তবে কোনো নির্দিষ্ট হুমকি বা আশঙ্কার ভিত্তিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে কিনা, সে বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি। কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, এটি একটি রুটিন নিরাপত্তা তৎপরতা।

ঢাকার গুলশান, বারিধারা ও বনানী এলাকায় দেশের বেশিরভাগ গুরুত্বপূর্ণ বিদেশি দূতাবাস ও হাইকমিশন অবস্থিত। এই এলাকাগুলোকে নিয়মিত পর্যবেক্ষণে রাখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিশেষ করে আন্তর্জাতিক পরিপ্রেক্ষিতে কোনো অস্থিরতা দেখা দিলে এসব এলাকায় নিরাপত্তা সতর্কতা বাড়ানো হয়।

এম

Wordbridge School
Link copied!