ফাইল ছবি
ঢাকা: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় বুধবার (১৫ অক্টোবর) কয়েকজন বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তাকে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে বদলির প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ফেনীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামকে চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে বদলি করা হয়েছে। এছাড়া বিদ্যুৎ বিভাগের উপসচিব মোহাম্মদ সোলায়মানকে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করা হয়েছে।
অর্থনৈতিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব আফছানা বিলকিস এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মনিরা হককেও যথাক্রমে নির্ধারিত জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করা হয়েছে।
এর আগে ২১ সেপ্টেম্বর ২০২৫ তারিখের প্রজ্ঞাপনের মাধ্যমে নওগাঁ জেলার জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়ালকে চট্টগ্রামে বদলি করা হয়েছিল। এই বদলির প্রযোজ্য অংশ এবার বাতিল করা হয়েছে।
জনস্বার্থে জারি হওয়া এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। প্রজ্ঞাপনের কপি মন্ত্রিপরিষদ সচিব, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, জনপ্রশাসন মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট অন্যান্য দপ্তরে প্রেরণ করা হয়েছে।
এসএইচ







































