• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

শাহজালাল বিমানবন্দরে আগুন: আহত ২৫ আনসার সদস্যের সবাই শঙ্কামুক্ত


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ১৮, ২০২৫, ১১:১১ পিএম
শাহজালাল বিমানবন্দরে আগুন: আহত ২৫ আনসার সদস্যের সবাই শঙ্কামুক্ত

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনতে গিয়ে আহত ২৫ আনসার সদস্যের সবাই বর্তমানে শঙ্কামুক্ত রয়েছেন বলে জানিয়েছেন বাহিনীর ঢাকা উত্তর জোন কমান্ডার (উপ-পরিচালক) গোলাম মাওলা তুহিন।

শনিবার (১৮ অক্টোবর) রাত ৯টার দিকে বিমানবন্দরের কার্গো ভিলেজের ৮ নম্বর গেট এলাকায় উপস্থিত হয়ে তিনি সাংবাদিকদের বলেন, আগুন লাগার খবর পাওয়ার পরপরই দায়িত্বে থাকা আনসার সদস্যরা নেভানোর কাজ শুরু করেন। ফায়ার সার্ভিস আসার পরও আমাদের প্রায় ৬০০ সদস্য আগুন নিয়ন্ত্রণে সক্রিয়ভাবে অংশ নেন। এই সময় ২৫ জন সদস্য আহত হন।

তিনি আরও জানান, আহতদের মধ্যে ১০ জনকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ও ৮ জনকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ব্যারাকে ফিরিয়ে নেওয়া হয়েছে। আমি নিজে হাসপাতালে গিয়ে তাদের দেখে এসেছি। আলহামদুলিল্লাহ, কারও অবস্থা আশঙ্কাজনক নয়। সবাই শঙ্কামুক্ত।

এর আগে শনিবার দুপুর ২টা ৩৪ মিনিটে কার্গো ভিলেজে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে আরও ২৭টি ইউনিট যোগ হয়ে মোট ৩৭টি ইউনিট টানা কয়েক ঘণ্টা চেষ্টার পর রাত ৯টা ১৮ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। ক্ষয়ক্ষতির পরিমাণ ও বিস্তারিত কারণ জানতে তদন্ত কমিটি কাজ শুরু করেছে।

এম

Wordbridge School
Link copied!