• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

অক্টোবরেই টানা ৪ দিনের ছুটি পেতে পারেন যারা


সোনালী ডেস্ক অক্টোবর ১৯, ২০২৫, ০৭:১৪ পিএম
অক্টোবরেই টানা ৪ দিনের ছুটি পেতে পারেন যারা

ফাইল ছবি

ঢাকা: চলতি মাসে হিন্দু ধর্মাবলম্বী সরকারি চাকরিজীবীদের জন্য টানা চার দিনের ছুটি কাটানোর সুযোগ রয়েছে। ধর্মীয় ভিত্তিতে ‘ঐচ্ছিক’ ছুটির সঙ্গে একদিনের অতিরিক্ত ছুটি মিলিয়ে এই বিরল সুযোগ পাওয়া যাবে।

সরকারি কর্মচারীরা বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের ছুটি ভোগের সুযোগ পান। সাধারণ ও নির্বাহী আদেশ অনুযায়ী ছুটির পাশাপাশি রয়েছে ধর্মীয় ভিত্তিতে ‘ঐচ্ছিক’ ছুটি। তবে এটি গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন প্রয়োজন।

হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্যামা পূজা আগামী সোমবার (২০ অক্টোবর) উদযাপিত হবে। এতে ঐচ্ছিক ছুটি নেওয়ার সুযোগ থাকবে।

এর আগে শুক্রবার ও শনিবার (১৭-১৮ অক্টোবর) ছিল সাপ্তাহিক ছুটি। অর্থাৎ যদি রোববার (১৯ অক্টোবর) সরকারি কর্মদিবসে ছুটি নেওয়া হয় এবং সোমবার শ্যামা পূজার ‘ঐচ্ছিক’ ছুটি ভোগ করা হয়, তবে ১৭ থেকে ২০ অক্টোবর পর্যন্ত সরকারি কর্মচারীরা উপভোগ করতে পারবেন টানা চার দিনের বিশ্রাম।

এসএইচ

Wordbridge School
Link copied!