• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বিমানবন্দরে আগুনের ঘটনা তদন্তে আসছে চার দেশের বিশেষজ্ঞ দল: স্বরাষ্ট্র উপদেষ্টা


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ২৫, ২০২৫, ১২:৩৫ পিএম
বিমানবন্দরে আগুনের ঘটনা তদন্তে আসছে চার দেশের বিশেষজ্ঞ দল: স্বরাষ্ট্র উপদেষ্টা

ছবি: সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে সম্প্রতি ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের ঘটনার তদন্তে চার দেশের বিশেষজ্ঞ দল বাংলাদেশে আসছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। 

শনিবার (২৫ অক্টোবর) বেলা পৌনে ১২টায় ক্ষতিগ্রস্ত কার্গো ভিলেজ ও ই-গেট এলাকা পরিদর্শনে গিয়ে  স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, চীন ও তুরস্কের বিশেষজ্ঞরা ঘটনাস্থল পরিদর্শন করবেন এবং সম্ভাব্য অব্যবস্থাপনা ও দায় নির্ধারণে সহায়তা করবেন।

উপদেষ্টা বলেন, ফায়ার সার্ভিস যথাসময়ে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। এয়ারপোর্ট অথরিটির চারটি ইউনিট চার মিনিটের মধ্যেই ঘটনাস্থলে উপস্থিত হয়। ফায়ার ব্রিগেডের ইউনিট ১৫-২০ মিনিটের মধ্যে আসে। আগুন দ্রুত ছড়িয়ে যাওয়ার মূল কারণ ছিল খাদ্যপণ্যের সংরক্ষণ, কেমিক্যাল নয়।

তিনি আরও জানান, বিমানবন্দরে ইলেকট্রনিক গেট স্থাপনের কাজ দ্রুত শুরু করার পরিকল্পনা চলছে। এছাড়া রেমিট্যান্স যোদ্ধাদের পাসপোর্ট সংক্রান্ত ঝামেলা কমাতে সরকার কার্যকর পদক্ষেপ নেবে।

ফায়ার ইউনিটের সক্ষমতা নিয়ে প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যে ফায়ার ইউনিট বিমান পরিচালনার জন্য আছে, সেটি কার্গো ভিলেজেও কার্যকরভাবে কাজ করতে পারে। এটি বাসায় যে পোশাক পরে অন্যত্র যাওয়া যায়—তেমনি।

এসময় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিকসহ অন্যান্য শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এম

Wordbridge School
Link copied!