• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ডেঙ্গুতে বিশ্বজয়ী হাফেজ ত্বকীর মৃত্যু


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ২৮, ২০২৫, ০৩:৩৪ পিএম
ডেঙ্গুতে বিশ্বজয়ী হাফেজ ত্বকীর মৃত্যু

হাফেজ সাইফুর রহমান ত্বকী। ছবি: সংগৃহীত

বিশ্বের বিভিন্ন দেশে কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হয়ে বাংলাদেশের মুখ উজ্জ্বল করা হাফেজ সাইফুর রহমান ত্বকী আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।

মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে রাজধানীর মুগদা হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

হাফেজ ত্বকী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

বিশ্বজয়ী এই হাফেজ জর্ডান, কুয়েত ও বাহরাইনে অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হয়ে বাংলাদেশের পতাকা বিশ্বে উড়িয়েছিলেন। এছাড়া দেশে বিভিন্ন কোরআন প্রতিযোগিতায়ও তিনি প্রথম স্থান অর্জন করেন।

তার উস্তাদ, মারকাযুত তাহফিজের প্রতিষ্ঠাতা হাফেজ কারী শায়খ নেছার আহমদ আন-নাছিরী ত্বকীর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

হাফেজ নেছার জানান, বাদ জোহর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জানাজা শেষে কুমিল্লার মুরাদনগরের গ্রামের বাড়ি ডালপায় দাফন করা হবে।

২০১৭ সালে জর্ডানে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় ৬২টি দেশকে পেছনে ফেলে প্রথম হয়েছিলেন হাফেজ ত্বকী। পরে কুয়েত ও বাহরাইনেও আন্তর্জাতিক প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জন করেন।

কুমিল্লার মুরাদনগর উপজেলার ডালপা গ্রামে ২০০০ সালে জন্মগ্রহণ করেন তিনি। বাবা মাওলানা বদিউল আলম পেশায় একজন মাদরাসা শিক্ষক। ছেলেকে নিয়ে অনেক স্বপ্ন ছিল তার। হাফেজ ত্বকীর অকাল মৃত্যুতে শোকে ভাসছে পরিবারটি। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকেই তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

এসএইচ
 

Wordbridge School
Link copied!