• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

দপ্তরির ঋণ শোধে মানবতার দৃষ্টান্ত দেখালেন ইউনুস গ্রুপ চেয়ারম্যান


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ১, ২০২৫, ০৫:৪৭ পিএম
দপ্তরির ঋণ শোধে মানবতার দৃষ্টান্ত দেখালেন ইউনুস গ্রুপ চেয়ারম্যান

ছবি: সোনালীনিউজ

ঢাকা: মায়ের চিকিৎসার জন্য কৃষি ব্যাংক থেকে এক লাখ টাকা ঋণ নিয়েছিলেন এক প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি। কিন্তু ভাগ্যের নির্মম পরিণতিতে মা আর বেঁচে ফিরলেন না। অসহায় দপ্তরির কষ্টের কথা জানতে পেরে মানবিক উদ্যোগ নেন ইউনুস গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস। তিনি ওই দপ্তরির ঋণ পরিশোধের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন এবং এক লাখ টাকার চেক প্রদান করেন।

শনিবার (১ নভেম্বর) বিক্রমপুর-মুন্সীগঞ্জ কল্যাণ সমিতির ১১তম মাসিক সভায় আনুষ্ঠানিকভাবে  চেক হস্তান্তর করা হয়। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কল্যাণ সমিতির সভাপতি ও ইউনুস গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস, ডিরেক্টর কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক তাহিয়াত হোসেন, অর্থ সম্পাদক ইঞ্জিনিয়ার শরিফুল আলম, বিশিষ্ট শিল্পপতি খান নজরুল ইসলাম হান্নান, উত্তর বেতকা প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক খোরশেদ আলম, প্রাক্তন প্রধান শিক্ষক আব্দুস সালাম ও অন্যান্য সদস্যবৃন্দ।

সভায় সভাপতি মোহাম্মদ ইউনুস বলেন, ‘আমরা যে যেই অবস্থানে আছি, সেখান থেকেই যদি একে অপরের পাশে দাঁড়াই-তাহলেই সমাজে প্রকৃত পরিবর্তন আসবে। টিমওয়ার্ক, পারস্পরিক যোগাযোগ ও সহমর্মিতাই আমাদের শক্তি।’

এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নজরুল ইসলাম, যিনি নিজেও চিকিৎসা সংকটে থাকা এক পিতার সন্তান, সভায় এসে উচ্ছ্বাস প্রকাশ করেন। তার বাবার চিকিৎসার জন্য সভাপতি ৫ হাজার টাকা অনুদান দেন, পাশাপাশি সমিতির অন্যান্য সদস্যরাও স্ব-স্ব সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করেন।

সভা শেষে উপস্থিত সদস্যরা একে অপরের সঙ্গে কুশলাদি বিনিময় করেন এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

এসএইচ 


 

Wordbridge School
Link copied!