• ঢাকা
  • মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

নতুন বেতন কাঠামো চূড়ান্ত, সর্বশেষ যে তথ্য জানাল পে কমিশন


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ১, ২০২৫, ০৮:২৮ পিএম
নতুন বেতন কাঠামো চূড়ান্ত, সর্বশেষ যে তথ্য জানাল পে কমিশন

ফাইল ছবি

ঢাকা: সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো চূড়ান্ত করার প্রস্তুতি নিচ্ছে জাতীয় বেতন কমিশন। সমিতি ও অ্যাসোসিয়েশনগুলোর সঙ্গে মতবিনিময় শেষে এখন চলছে প্রস্তাব পর্যালোচনার কাজ।

গত বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সরকারি কর্মচারীদের বিভিন্ন সংগঠনের সঙ্গে মতবিনিময় শেষ করে কমিশন। এর আগে অনলাইনে দুই হাজারের বেশি সংগঠন নতুন পে স্কেল নিয়ে মতামত জমা দেয়। যাচাই-বাছাই শেষে ২৫০ থেকে ৩০০ সংগঠনের সঙ্গে সরাসরি মতবিনিময় করেছে কমিশনের তিনটি উপদল।

কমিশন সূত্র জানায়, এখন এসব মতামত পর্যালোচনা করে সুপারিশের খসড়া তৈরি করা হবে। পরে সব সদস্যের সম্মতিতে চূড়ান্ত সুপারিশ জমা দেওয়া হবে সরকারে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও কমিশনের সদস্য অধ্যাপক মাকসুদুর রহমান সরকার বলেন, সমিতিগুলোর সঙ্গে মতবিনিময় শেষ হয়েছে ৩০ অক্টোবর। এখন চূড়ান্ত সুপারিশের প্রস্তুতি চলছে।

কর্মচারীরা ডিসেম্বরের মধ্যে নতুন কাঠামো ঘোষণার দাবি জানিয়েছে। কমিশন গঠনের সময় ছয় মাসের মধ্যে সুপারিশ জমা দেওয়ার কথা বলা হয়েছিল। তাই নির্দিষ্ট তারিখ না থাকলেও দ্রুত সময়ের মধ্যেই চূড়ান্ত সুপারিশ জমা দেওয়ার লক্ষ্যে কাজ করছে কমিশন।

কমিশনের সদস্যদের মতে, এই পে স্কেলের মূল লক্ষ্য হলো বেতন বৈষম্য কমানো। এজন্য বিদ্যমান গ্রেড কাঠামো পুনর্বিন্যাসের উদ্যোগ নেওয়া হয়েছে। গ্রেড কমিয়ে বৈষম্য হ্রাস করা হবে—এটি নিশ্চিত। তবে কতটি গ্রেড থাকবে এবং সর্বোচ্চ-সর্বনিম্ন বেতনের অনুপাত কী হবে, তা জানা যাবে চূড়ান্ত সুপারিশ প্রকাশের সময়।


এসএইচ 

Wordbridge School
Link copied!