• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

জাকির নায়েকের ঢাকায় আগমন নিয়ে ভারতকে যে জবাব দিলো বাংলাদেশে


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ২, ২০২৫, ১১:০৬ এএম
জাকির নায়েকের ঢাকায় আগমন নিয়ে ভারতকে যে জবাব দিলো বাংলাদেশে

ডা. জাকির নায়েক

বিখ্যাত ইসলামি স্কলার ডা. জাকির নায়েক চলতি মাসের শেষ দিকে ঢাকায় আসার কথা থাকায় ভারত চিন্তিত। গত ৩০ অক্টোবর ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রনধীর জয়সওয়াল এক সংবাদ সম্মেলনে আশা প্রকাশ করেন, বাংলাদেশে গেলে নায়েককে যেন ভারতের হাতে তুলে দেওয়া হয়।

এ বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা বিষয়টি নজরে রেখেছে। মুখপাত্র এস. এম. মাহবুবুল আলম বলেন, “আমরাও বিশ্বাস করি কোনো দেশের অন্য দেশের অভিযুক্ত বা পলাতক ব্যক্তিকে আশ্রয় দেওয়া উচিত নয়।”

জাকির নায়েক বর্তমানে মালয়েশিয়ায় অবস্থান করছেন। তিনি আগামী ২৮ ও ২৯ নভেম্বর ঢাকায় যোগ দেবেন বাংলাদেশের একটি দাতব্য অনুষ্ঠানে, যা স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্টের আয়োজনে আগারগাঁও এলাকায় অনুষ্ঠিত হতে পারে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ ধরনের মন্তব্য এবং উদ্বেগের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ যথাযথ ব্যবস্থা নেবে, তবে নায়েকের ভ্রমণ বৈধ ও পরিকল্পিত।

এম

Wordbridge School
Link copied!