ফাইল ছবি
ঢাকা: বিএনপি ও দলটির নেতাদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে বিভ্রান্তিকর ও মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মানহানির মামলার আবেদন করা হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) রাজধানীর চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার আবেদন করেন নিউ মার্কেট থানা যুবদলের নেতা কাজী মুকিতুজ্জামান।
আদালত অভিযোগ আমলে নিয়ে গোয়েন্দা পুলিশকে (ডিবি) তদন্তের নির্দেশ দিয়েছেন।
মামলার আবেদনে বলা হয়, গত ৫ আগস্ট “ফ্যাসিস্ট সরকার পতনের পর” আসামি নাসিরুদ্দীন পাটওয়ারী বিএনপি ও দলটির নেতৃত্বদানকারী ব্যক্তিদের সুনাম ক্ষুণ্ণ করতে সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ইচ্ছাকৃতভাবে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য দিয়েছেন।
আবেদনে আরও উল্লেখ করা হয়, তিনি আন্দোলনের নেতৃত্বদানকারী বিএনপি ও এর নেতাদের সম্পর্কে বিভ্রান্তিকর ও বানোয়াট তথ্য প্রচার করে দলটির ভাবমূর্তি নষ্টের চেষ্টা করেছেন, যা মানহানিকর অপরাধের শামিল।
এসএইচ







































