• ঢাকা
  • মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

নতুন ৩ দলকে প্রতীক বরাদ্দ, শাপলা কলি পেল এনসিপি


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ৪, ২০২৫, ০৭:৩২ পিএম
নতুন ৩ দলকে প্রতীক বরাদ্দ, শাপলা কলি পেল এনসিপি

ফাইল ছবি

নির্বাচন কমিশন (ইসি) তিনটি নতুন রাজনৈতিক দলকে আনুষ্ঠানিকভাবে নিবন্ধনের অনুমোদন দিয়েছে। নতুন দলগুলো হলো জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমজনগণ পার্টি এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)। ইসি মঙ্গলবার (৪ নভেম্বর) গণবিজ্ঞপ্তির মাধ্যমে এই দলগুলোকে তাদের প্রতীক বরাদ্দ করেছে।

জাতীয় নাগরিক পার্টিকে দেওয়া হয়েছে ‘শাপলা কলি’, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলকে (মার্কসবাদী) ‘কাঁচি’ এবং বাংলাদেশ আমজনগণ পার্টিকে ‘হ্যান্ডশেক’ প্রতীক। গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোনো দাবি-আপত্তি এলে তা নিষ্পত্তি করে চূড়ান্ত নিবন্ধন দেওয়া হবে।

নিবন্ধনের জন্য এই বছরের মধ্যে ১৪৩টি দল আবেদন করেছিল। প্রাথমিক যাচাই-বাছাই শেষে ২২ দলকে মাঠ পর্যায়ের তদন্তের জন্য পাঠানো হয়। এরপর কমিশন মাঠ তদন্তের প্রতিবেদন পর্যালোচনা করে এনসিপি ও বাংলাদেশ জাতীয় লীগকে নিবন্ধন দেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত নেয়।

তবে এনসিপির প্রতীক সংক্রান্ত জটিলতা এবং বাংলাদেশ জাতীয় লীগের কার্যক্রম নিয়ে সংবাদ প্রকাশের পর কমিশন ১০ দলের ওপর পুনরায় মাঠ পর্যায়ের তদন্ত পাঠায়। এরপর একাধিক বৈঠকের মাধ্যমে সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।

পুনরায় মাঠ পর্যায়ের তদন্তে যে ১০টি দলকে পাঠানো হয়েছে, সেগুলো হলো: আমজনতার দল, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি (বিজিপি), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্ক্সবাদী), বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি, ভাসানী জনশক্তি পার্টি, বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ, জনতার দল, মৌলিক বাংলা, জনতা পার্টি বাংলাদেশ এবং বাংলাদেশ জাতীয় লীগ।

আইন অনুযায়ী নিবন্ধন পেতে ইচ্ছুক দলের কাছে অবশ্যই থাকতে হবে একটি কেন্দ্রীয় কমিটি, এক-তৃতীয়সংখ্যক জেলা কমিটি, ১০০টি উপজেলা কমিটি এবং প্রতিটি কমিটিতে ২০০ ভোটারের সমর্থনের প্রমাণ।

এসএইচ 

Wordbridge School
Link copied!