• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

প্রেস সচিব

যারা নির্বাচন নিয়ে সন্দেহ ছড়াচ্ছে, তারা স্বৈরাচারের পক্ষেই কাজ করছে


জেলা প্রতিনিধি নভেম্বর ৭, ২০২৫, ১০:৫৭ পিএম
যারা নির্বাচন নিয়ে সন্দেহ ছড়াচ্ছে, তারা স্বৈরাচারের পক্ষেই কাজ করছে

অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, দেশে এখন নির্বাচনী আমেজ বিরাজ করছে। ভোটারদের ঘরে ঘরে প্রার্থীদের প্রচার চলছে, মিছিল-মিটিংয়ে সরব বিভিন্ন এলাকা। নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা বা সংশয়ের সুযোগ নেই বলে মন্তব্য করেন তিনি। 

প্রেস সচিব বলেন, যারা নির্বাচনী প্রক্রিয়া নিয়ে সন্দেহ ছড়াচ্ছে, তারা মূলত স্বৈরাচারী শক্তির পক্ষেই কাজ করছে।

শুক্রবার (৭ নভেম্বর) সন্ধ্যায় ময়মনসিংহ নগরীর কলেজ রোডে নাগরিক সমাজ ও সিটি ডিফেন্স পার্টি আয়োজিত ‘নাগরিক সংবর্ধনা’ অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন শফিকুল আলম।

তিনি আরও বলেন, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। রাজনৈতিক দলগুলো গণভোট ইস্যুতে দ্রুত ঐকমত্যে পৌঁছাতে পারলে আমরা আরও সুসমন্বিত ও সুন্দরভাবে নির্বাচন আয়োজন করতে পারব।

সংবর্ধনা অনুষ্ঠানে পৌঁছালে সিটি ডিফেন্স পার্টি ও নাগরিক সমাজের নেতারা প্রেস সচিবকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে আয়োজকদের পক্ষ থেকে তাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

এম

Wordbridge School
Link copied!