• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

জুলাই বিপ্লবীদের ধৈর্য পরীক্ষা করবেন না, এটি নতুন বাংলাদেশ: প্রেস সচিব


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ১০, ২০২৫, ১১:০৮ এএম
জুলাই বিপ্লবীদের ধৈর্য পরীক্ষা করবেন না, এটি নতুন বাংলাদেশ: প্রেস সচিব

ঢাকার রাজপথে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচি কঠোরভাবে দমন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

সোমবার (১০ নভেম্বর) সকালে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ সতর্কতা জানান।

শফিকুল আলম লিখেছেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগ (বিএএল), তাদের সমর্থক ও নেতৃত্ব মনে করছে যেন সময় ফিরে গেছে ২৮ অক্টোবর ২০০৬-এ। তারা ভাবছে, দিনের আলোয় মানুষ হত্যা করে হাজার হাজার দুর্বৃত্ত পাঠিয়ে রাজধানী দখল করতে পারবে। কিন্তু দুঃখিত—এটি নতুন বাংলাদেশ।’

তিনি আরও স্পষ্ট করে জানান, ‘নিষিদ্ধ রাজনৈতিক দল বা সন্ত্রাসী সংগঠনের যে কোনো ধরণের বিক্ষোভ বা সহিংস কর্মসূচি আইনের সর্বোচ্চ কঠোরতা দিয়ে প্রতিহত করা হবে। জুলাই বিপ্লবীদের ধৈর্য পরীক্ষা করবেন না। এটি ২৮ অক্টোবর, ২০০৬ নয়—এটি জুলাই, চিরকাল।’

উল্লেখ্য, ২০০৬ সালের অক্টোবর মাসে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকার বিদায়ের প্রাক্কালে রাজনৈতিক অস্থিরতা চরমে পৌঁছেছিল। তত্ত্বাবধায়ক সরকারের নেতৃত্ব নিয়ে দ্বন্দ্বের জেরে আওয়ামী লীগ ও তাদের মিত্র ১৪ দলীয় জোট তুমুল আন্দোলনে নামে। ২৮ অক্টোবর পল্টন ও বায়তুল মোকাররম এলাকায় আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামী কর্মীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে বহু হতাহত হয়। সেদিন ঢাকার রাস্তায় প্রকাশ্য দিবালোকে অস্ত্র হাতে গুলি ও পিটিয়ে হত্যার ঘটনা দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল।

এম

Wordbridge School
Link copied!