• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

এনআইডির বয়স সংশোধনে নতুন নিয়ম


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ১০, ২০২৫, ১২:১১ পিএম
এনআইডির বয়স সংশোধনে নতুন নিয়ম

জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) বয়স সংশোধন এখন থেকে মাঠ পর্যায়ের নির্বাচন অফিসে নয়, বরং প্রধান কার্যালয়ে সম্পন্ন হবে। এ সিদ্ধান্তটি নেওয়ার প্রক্রিয়া চলছে নির্বাচন কমিশনের (ইসি) নতুন স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) অনুযায়ী।

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ও অতিরিক্ত সচিব এএসএম হুমায়ুন কবীর জানান, বয়স সংশোধনের মতো স্পর্শকাতর বিষয়গুলো মাঠ পর্যায়ে না রেখে প্রধান কার্যালয়ে আনা হবে। তবে অন্যান্য সাধারণ সংশোধন মাঠ পর্যায়ের অফিসে করা যাবে।

তিনি আরও জানান, সম্প্রতি এনআইডি সংশোধনের মাত্রা বেড়ে যাওয়ায় এবং কিছু ক্ষেত্রে তথ্য পরিবর্তনের মাধ্যমে অসৎ উদ্দেশ্য অনুসরণের প্রবণতা লক্ষ্য করা গেছে। তাই কমিশন ডাটাবেজের নিরাপত্তা এবং অপব্যবহার প্রতিরোধে সংশোধনের প্রক্রিয়া আরও কঠোর করার চিন্তা করছে।

ডিজি হুমায়ুন কবীর বলেন, বর্তমান প্রক্রিয়ার মাধ্যমে কিছু ক্ষেত্রে মানুষ বিপদগ্রস্ত নয়, বরং কিছু মানুষ অপরাধী উদ্দেশ্যে কাজ করছে। এই কারণে সংশোধনের ক্ষেত্রগুলো নিয়ন্ত্রিত করার প্রয়োজন।

এছাড়া, নতুন এসওপিতে আবেদন প্রক্রিয়ার সময়সীমা নির্ধারণ, বিভিন্ন ফিল্ডের সুনির্দিষ্ট কার্যপ্রণালী এবং দালিলিক তথ্য সংগ্রহে বিলম্ব রোধের ব্যবস্থা রাখা হচ্ছে। প্রস্তাবগুলো কমিশনের চূড়ান্ত অনুমোদনের পর কার্যকর হবে।

এম

Wordbridge School
Link copied!