• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

জুলাই সনদ নিয়ে ৩-৪ দিনের মধ্যে সিদ্ধান্ত দেবে সরকার


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ১১, ২০২৫, ০৯:২৮ পিএম
জুলাই সনদ নিয়ে ৩-৪ দিনের মধ্যে সিদ্ধান্ত দেবে সরকার

ফাইল ছবি

জাতীয় জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে আগামী তিন থেকে চার দিনের মধ্যেই সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি আশা প্রকাশ করেন, সরকারের নেওয়া সিদ্ধান্ত সব রাজনৈতিক দল মেনে নেবে।

মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট মিলনায়তনে আইন সহায়তা প্রদান অধ্যাদেশ সংশোধন বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ড. আসিফ নজরুল বলেন, রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে আলোচনা করে সরকারের জন্য ঐক্যবদ্ধ নির্দেশনা দেওয়ার প্রত্যাশা ছিল। কিন্তু সে প্রত্যাশার অপেক্ষায় না থেকে সরকার নিজ উদ্যোগে কাজ করছে। তিনি বলেন, “সনদ বাস্তবায়নের ব্যাপারে আমরা কী পদক্ষেপ নিয়েছি, তা আগামী তিন-চার দিনের মধ্যেই সবাই জানতে পারবেন।”

তিনি আরও বলেন, উপদেষ্টা পরিষদের বিভিন্ন পর্যায়ে জুলাই সনদ নিয়ে আলোচনা চলছে। সব দলের প্রত্যাশা বিবেচনায় নিয়ে দেশের ও জনগণের স্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

মতবিনিময় সভায় জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার পক্ষ থেকে আইনগত সহায়তা প্রদান (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এর খসড়া উপস্থাপন করা হয়। এতে সংস্থাটিকে অধিদপ্তরে রূপান্তরের প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবিত সংশোধনীতে অধিদপ্তরের দায়িত্ব ও কার্যাবলি, উপদেষ্টা পরিষদ গঠন, মহানগর কমিটি, বেসরকারি সংস্থার কর্মক্ষেত্র নির্ধারণ এবং মধ্যস্থতাকারীদের জন্য অ্যাক্রেডিটেশন সার্টিফিকেট প্রদানের বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।

সভায় উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লা, সাবেক জেলা জজ মোতাহার হোসেন, ব্যারিস্টার সারা হোসেন ও ব্যারিস্টার তানিম হোসেইন শাওন।

দেশের চলমান সংস্কারপ্রক্রিয়া নিয়ে বিতর্কের জবাবে আসিফ নজরুল বলেন, এত বড় ধরনের সংস্কার একদিনে শেষ করা সম্ভব নয়। ধীরে ধীরে সংস্কার এগোলে কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে।

তিনি বলেন, “সংবিধান কোনো ম্যাজিক নয় যে লিখে দিলেই সব সমস্যার সমাধান হয়ে গেল। রাজনৈতিক সংস্কৃতি ও জনগণের অভ্যাস না বদলালে কোনো পরিবর্তন টেকসই হবে না।”

এসএইচ 

Wordbridge School
Link copied!