ফাইল ছবি
জুলাই জাতীয় সনদ-২০২৫ অধ্যাদেশে সই করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে প্রধান উপদেষ্টা কার্যালয়ের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির কাছে অধ্যাদেশের অনুমোদনের প্রস্তাব পেশ করে। পরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাতে সই করেন।
রাষ্ট্রপতির সইয়ের মধ্য দিয়ে অধ্যাদেশটি জারি করার আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হলো।
বঙ্গভবন ও প্রধান উপদেষ্টা কার্যালয় সূত্রে জানা গেছে, অধ্যাদেশটি এখন প্রকাশের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। শিগগিরই তা গেজেট আকারে প্রকাশ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এসএইচ







































